Amar Vanga Ghore Lyrics bengali cover version song is sung by Hridoy and Emon Alif. Previously this song is sung by Sabina Yasmin, Meher Afroz Shaon, Subir Nandi, Luipa and many various artists in their own way. Music composed by Maksud Jamil Mintu. Amar Vanga Ghore Lyrics in bengali written by Humayun Ahmed from Srabon Megher Din drama film. Starring Meher Afroz Shaon, Zahid Hasan, Mahfuz Ahmed, Sayeem Afran and many more.
Amar Vanga Ghore Song Information :
- Song Name: Amar Vanga Ghore
- Film: Srabon Megher Din
- Singer: Meher Afroz Shaon and Sabina Yasmin
- Music: Maksud Jamil Mintu
- Lyricist And Director: Humayun Ahmed
- Cinematography: Mahfuzur Rahman Khan
Amar Vanga Ghore Lyrics In Bengali :
আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে,
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে।
হাত ইশারায় ডাকে কিন্তু
মুখে বলে না,
আমার কাছে আইলে বন্ধু
আমারে পাইবা না।
আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে,
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে।
তুমি আমায় ডাকলা না গো
তুমি রইলা দূরে,
তোমার হইয়া অবাক জোছনা
ডাকলো অচিন সুরে।
তুমি আমায় ডাকলা না গো
তুমি রইলা দূরে,
তোমার হইয়া অবাক জোছনা
ডাকলো অচিন সুরে।
হাত ইশারায় ডাকে কিন্তু
মুখে বলে না,
আমার কাছে আইলে বন্ধু
আমারে পাইবা না।
আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে,
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে।
ঘর খুলিয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই।
ঘর খুলিয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই।
হাত ইশারায় ডাকে জোছনা
মুখে বলে না,
আমার কাছে আইলে বন্ধু
আমারে পাইবা না।
আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে,
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে,
আমায় হাত বাড়াইয়া ডাকে।