Bondhu Tumi Asho Na Lyrics – বন্ধু তুমি আসো না লিরিক্স – Gaanpoka

22

Bondhu Tumi Aso Na Lyrics bengali song Ganpoka band Team briste Ukulele : Briste Dey Dotora : Akash Dey Dubki : Himu Dey Kajon : Dhruba Dey Percussion : Apon

Na Jani Kon Oporadhe Song Details :

  • Song : Bondhu Tumi Asho Na
  • Singer: Team (Ohornishi)
  • Artist: Gaanpoka

Bondhu Tumi Asho Na In Bengali :

আম বাগানে ইটের ভাটা
হচ্ছে আমার মিছেই হাঁটা
আম বাগানে ইটের ভাটা
হচ্ছে আমার মিছেই হাঁটা
বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না
নদীর বুকে দালান-কোঠা
তোমার মুখে তালা আঁটা
নদীর বুকে দালান-কোঠা
তোমার মুখে তালা আঁটা
বন্ধু তুমি ভরা নদীর জোয়ার-ভাটা না
ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না
বন্ধু তুমি ভরা নদীর জোয়ার-ভাটা না
ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না
গানে গানে হচ্ছে কথা
তাবিজ-কবজ সবই বৃথা
গানে গানে হচ্ছে কথা
তাবিজ-কবজ সবই বৃথা
বন্ধু তুমি আমার হাতের দোতারা টা না
গানপোকা চেঁচায় তবু তুমি আসো না
বন্ধু তুমি আমার হাতের দোতারা টা না
গানপোকা চেঁচায় তবু তুমি আসো না
বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না
ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না
বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না
দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি আসো না
বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি আসো না

 

Previous articleNa Jani Kon Oporadhe Lyrics – না জানি কোন অপরাধে লিরিক্স – Momotaz
Next articleBehula Lyrics – বেহুলা লিরিক্স – Shunno Band