Bondhu Go Shono Lyrics Bengali song Singer: Imran & Kona Lyric: Prince Mahmud Music arrangements, Mix & Master: Imran Mahmudul.
Bondhu Go Shono Song Details :
- Singer : Imran & Kona
- Lyric : Prince Mahmud
- Editor: Md Kalam
Bondhugo Shono Lyrics In Bengali :
এ আমার কি হলো পাগল পাগল লাগে
হাওয়া এসে জানিয়ে দিলো
এমন তো হয়নি আগে
এ আমার কি হলো পাগল পাগল লাগে
হাওয়া এসে জানিয়ে দিলো
এমন তো হয়নি আগে
বাতাসের শিষ কথা ফিস ফিস সে রকম লাগেে
এই দো টানা জানছো না সেও তোমারি
বন্ধু গো শোনো
তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি
মানে হয় না কোনো
বন্ধু গো শোনো
তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি
মানে হয় না কোনো
এতো ভালোবাসা কি করে বাসলাম
বিধাতা জানে কেনো
কোন সে টানে এতো কাছে আসলাম
এতো ভালোবাসা কি করে বাসলাম
বিধাতা জানে কেনো
কোন সে টানে এতো কাছে আসলাম
বাতাসের শিষ কথা ফিস ফিস সেও তোমারি
এই দো টানা জানছো না সেও তোমারি
বন্ধু গো শোনো
তুমি ছাড়া আমি, আমি ছাড়া তুমি
মানে হয় না কোনো