Prem Boro Modhur-Lyrics – Kishore Kumar

Song: Prem Baro Madhur  Singer & Composer: Kishore Kumar Lyricist: Shibdas Banerjee প্রেম যেন এক অতিথির মত, কখনো জীবনে আসে, ফুল–ডোরে বাঁধে, কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়। প্রেম বড় মধুর, কভু কাছে, কভু সুদূর (x2) কখনো জীবনে ফুল ফোটায়ে কখনো জীবনে ফুল ফোটায়ে কাঁদিয়ে যায় সে দূর। প্রেম বড় মধুর, কভু কাছে, কভু সুদূর। প্রেম যেন নদী, ভাঙে আর গড়ে জীবনের দুটি কূল ঘিরে ভাঙা–গড়া খেলা, খেলে সারা বেলা তীর ছুঁয়ে যায় ফিরে ফিরে মিলনের গান গায়, বিরহের কান্নায় হৃদয়ে বাজায় নূপুর .. ভাঙা–গড়া ছন্দে, কখনো আনন্দে কখনো যে সুর বিধূর .. …

Read More

SE JENO AMAR PASHE Lyrics – Kishore Kumar

Singer – Kishore Kumar সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে। ভেঙ্গে যাওয়া পাখির বাসার মত মন, কিছু নেই তার বুকে আজ তো এখন। ডানা মেলে ফিরে কেন আসা তার কাছে, ডানা মেলে ফিরে কেন আসা তার কাছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। যেখানে প্রদীপ ছিল সেখানে আঁধার নয়নের জল হয়ে ফিরে এল সে আবার (x2) কোন তারা নেই আজ আকাশের গায় আলেয়ার আলো এসে আলো দিয়ে যায় জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে, জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে, সে যেন আমার পাশে আজও বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে।

Read More