Ektukhaani mon lyrics Bengali song beautifully encapsulates the essence of love, longing, and the deep emotional connection between two people.
Ektukhaani mon Song Details :
- Song: Ektukhaani Mon
- Singer: Tahsan Khan & Masha Islam
- Composer: Sajid Sarker
- Lyricist: Sadat Hossain
Ektukhaani Mon Lyrics In Bengali :
তোমার জন্য ভুল করিয়ে নিলে
সাথে খানিক ভুল করিয়ে নিলে
কাজল চোখে তাকিয়ে যদি হাসি
তোমায় ভেবে সন্ধ্যা নামে যদি
চোখের কোলে কান্না জমায় নদী
সব অভিমান ভুলে ফিরে আসি
আমায় ছেড়ে কোথায় যাবে তুমি
বলবে কি আর এমন রে ভালোবাসি
আমায় দিও একটুখানি ছুয়ে
আমায় দিও একটুখানি মন
এই জনমের জন্ম মৃত্যু জানে
তুমি ছাড়া শূন্য এ জীবন
এই জনমের জন্ম মৃত্যু জানে
তুমি ছাড়া শূন্য এ জীবন
এই জনমের জন্ম মৃত্যু জানে
তুমি ছাড়া শূন্য এ জীবন