Icchera lyrics – Asif Akbar | Nikita Gandhi

22

Icchera Lyrics bengali song is sung by Asif Akbar and Nikita Gandhi. Starring Shiekh Sadi, Farzana Sithi. Music composed by Rajib and Mona.

Icchera Song Details :

  • Song: Icchera
  • Singer: Asif Akbar & Nikita Gandhi
  • Music Director: Rajib & Mona
  • Lyrics: Buddhaa M

Icchera Lyrics In Bengali :

ইচ্ছেরা আজ ইচ্ছেরা
যেন মেলেছে ডানা
মন খুশির কারণটা আজ
কেন লাগছে অজানা

ইচ্ছেরা আজ ইচ্ছেরা
যেন মেলেছে ডানা
মন খুশির কারণটা আজ
কেন লাগছে অজানা

এসেছি আজ প্রেমের দেশে
নি স্বপ্নকে তোমার
ভালোবাসার তাজমহলে
খুলে গেছে সিংহদ্বার
তুমি আমার এ পৃথিবী
তুমি ছাড়া আজ সব অচেনা

ইচ্ছেরা আজ ইচ্ছেরা
যেন মেলেছে ডানা
মন খুশির কারণটা আজ
কেন লাগছে অজানা

ভেবে ভেবে ইশাহারা
মন তো আর মানে না
তোর হাওয়ায় টাল মাটাল
মন কিছুই জানে না

হো স্বপ্নদের খুব কাছে
রেখেছি নিজেকে
ছায়াপথের তোর সাথে
মেলে দেবো ডানা

মনের কথা প্রাণ খুলে
আজ উড়ছে যে আবার
ভালোবাসার তাজ মহলে
খুলে গেছে সিংহদ্বার
তুমি আমার এ পৃথিবী
তুমি ছাড়া আজ সব অচেনা

ইচ্ছেরা আজ ইচ্ছেরা
যেন মেলেছে ডানা
মন খুশির কারণটা আজ
কেন লাগছে অজানা

আজ শুধু ইচ্ছে হয়
তোর মত হয়ে যাই
তোর মনের আদলে
নিজেকে আসা চাই

তোর আমার পৃথিবী
এক হয়ে গেছে
এই জীবনের স্রোতে
দুজনে ভেসে যাই

আলো ছায়ার এই জীবনে
থাক সঙ্গে হয় আমার
ভালোবাসার তাজমহলে
খুলে গেছে সিংহদ্বার
তুমি আমার এ পৃথিবী
তুমি ছাড়া আজ সব অচেনা

ইচ্ছেরা আজ ইচ্ছেরা
যেন মেলেছে ডানা
মন খুশির কারণটা আজ
কেন লাগছে অজানা
ইচ্ছেরা আজ ইচ্ছেরা
যেন মেলেছে ডানা
মন খুশির কারণটা আজ
কেন লাগছে অজানা

Previous articleBaje Jol Torongo lyrics – Mon Potongo
Next articleKonna lyrics – Imran Mahmudul