Jekhanei Jacchi Theme Song Performed by Adverb Band from Purbapor Bengali Album. Zekhanei Zacchi Theme Lyrics by Bangla Band Adverb.
- Song : Zekhanei Zacchi Theme
- Band : Adverb
- Album : Purbapor
- Vocal : Pranto williwaw
- Bass : Tuhin Pandit
- Drum : Sohag Chakrobort
- Guitar : Abbasi Linkon
- Guitar : Rex Abaddon
- Production : Lazy cat Films
- Direction & Cinematography : Jakaria Hasan
- Chief AD : Sb Shuvo
- Cinematography : Efty Evan & Uchsas Khan
- Light : Emon and Heron
Jekhanei Jacchi Theme Song Lyrics In Bengali :
বিবর্ণ ব্যতিহার ব্যবচ্ছেদ
এ বিষফোঁড়া ক্লিষ্ট,
আমার এ ছেঁড়া অধ্যায়
আজ পদপিষ্ট,
ক্লান্ত হয়ে তবু খুঁজি
পাইনা প্রেরণা ..
আমার ভেতর যেনো আমি
আজ অন্য কেও।
যেখানেই যাচ্ছি থেমে যে পথের ফাঁদে
যে আঁধার আলোর ভেতর গুমড়ে কাঁদে।।
বুকের জমিনে তৃষ্ণার জল
বহুদিন পরে বহুকাল ধরে,
নিশ্চুপ হয়ে যায় কি নিঠুর বেদনায়
বেদনার ভারে অদেখার আঁধারে।
কুৎসিত উপহাস যেনো দুঃস্বপ্নের তরবারি
আমাকে নিয়ে যায় অসীমের ডাকে,
প্রহর ঘনিয়ে যায় অলিখিত সময়ে
আমাকে খু্ঁজে পায় অশনির আঘাতে.. হে
ক্লান্ত হয়ে তবু খুঁজি
পাইনা প্রেরণা
আমার ভেতর যেনো আমি
আজ অন্য কেও ..
যেখানেই যাচ্ছি থেমে যে পথের ফাঁদে
যে আঁধার আলোর ভেতর গুমড়ে কাঁদে।।