Kalankini Radha Lyrics : From The Soul Connection by Bolepur Bluez 2011. Kolonkini Radha Bangla Song Is also covered by Kartik Das Baul, Pota, Moonmita Ghosh, Basudeb Das baul, Subhapriya Das And Many Various Artists.
- Lyrics : Kamrupi Lokogaan
- Tune : Traditional
Kalankini Radha Lyrics In Bangla :
মা ই হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মায় তুই জলে না যাইও (x2)
ও কি ও হো..
ওরে যাইও না যাইও না
মায় তুই কদমতলা দিয়া
কানাইয়া পাতিসে ফান্দো
কানাইয়া পাতিসে ফান্দো রাধিকার লাগিয়ে
মায় তুই জলে না যাইও
ও কি ও হো..
কলশিতে জল নাই যমুনা বড়ো দূর
যমুনা বড়ো দূর মা তোর যমুনা বড়ো দূর
হাঁটিতে না পারে রাধা পায়েতে নপুর
মায় তুই জলে না যাইও
ও কি ও হো..
হাটে না যাও, ঘাটে না যাও, বাটে না যাও লাজে
পাড়ার লোকে নাম ৰাখিছে কলঙ্কিনী রাধে
মায় তুই জলে না যাইও
পাড়ার লোকে নাম ৰাখিছে কলঙ্কিনী রাধে
মায় তুই জলে না যাইও
মা ই হে কলংকিনি রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মায় তুই জলে না যাইও (x2)