Mayabi Lyrics – Borbaad

20

Mayabi Lyrics bengali song is sung by Imran Mahmudul and Konal from Borbaad bengali movie.

Mayabi Song Details :

  • Song Name: Mayabi
  • Film: Borbaad
  • Singer: Imran and Konal
  • Composer: Rathijit Bhattacharjee
  • Lyricist: Ritam Sen

Mayabi Lyrics In Bengali :

বল কি করে হলো রে এমন?
সব ব্যথা তুই ছুঁলে সেরেছে,
বল কি করে আজকে এ মন
সব কথা তোর কাছে বলেছে,
চাইছি না, চাইবো না,
তুই ছাড়া কিছু আর।

মায়াবী.. মায়াবী..
চোখে তোর ডুবেছি,
মায়াবী.. হো মায়াবী..
প্রেমে তোর মরেছি।

অগোছালো আমার এই জীবনটা
দিয়ে যা, যা না তুই গুছিয়ে,
ছাড়বো সব তোরই এক ইশারায়
পারবো না থাকতে তোর না হয়ে।

হো, কবে তুই আমার হবি?
আমাকে নিয়ে নিবি,
জোর করে, তোর করে
বল না আমায়?

মায়াবী.. মায়াবী..
চোখে তোর ডুবেছি,
মায়াবী.. হো মায়াবী..
প্রেমে তোর মরেছি।

হয়েছি আমি তোর যে কখন
পড়ে না, পড়ে না রে মনে,
ঢেউ হয়ে তোর চোখের সাহারায়
চাইবো এ তোর প্রাণের গোপনে।

হো, কবে তুই আমার হবি?
আমাকে নিয়ে নিবি,
জোর করে, তোর করে
বল না আমায়?

মায়াবী .. মায়াবী ..
চোখে তোর ডুবেছি,
মায়াবী .. হো মায়াবী ..
প্রেমে তোর মরেছি।

Previous articleJodi Alo Ashto Lyrics – Jongli
Next articleNesha 2 Lyrics – Arman Alif