Mitthye Swapno Lyrics bengali song is sung by Anupam Roy Featuring Angana Roy. Music composed by Rajib Mona and Buddhaa M. Mixed by Reena.
Mitthye Swapno Song Details :
- Song: Mitthye Swapno
- Singer: Anupam Roy
- Music: Rajib | Mona | Buddhaa M
- Lyrics: Asima Dutta
Mitthye Swapno Lyrics In Bengali :
মিথ্যে স্বপ্ন, মিথ্যে খেলা,
ছিল কাব্যের মতোই স্বপ্নময়।
ধীরে ধীরে ছেঁড়া পাতা,
হয়ে গেল যা ছিল বাগ্ময়।
ছিল ধোঁয়াশা, মিছে আশা,
ছায়া শুধু টুকরো টুকরো।
দিনের ছবির ভরা ছিল কাঁপে,
অনামি কবি।
শুধু রইলো এক চিলতে মিথ্যে হাসি
আর রইলো কিছু কান্না, যেন রাশি রাশি
বুক জোড়া হাহা করে,
একটি আংটি, কবেকার।
সেই ভুলে যাওয়া তিথি,
আর এক প্রেমিকার মিথ্যে অফিসার।
শুধু রইল এক চিলতে মিথ্যে হাসি,
আর রইল কিছু কান্না, যেন রাশি রাশি।
আজ সময় অবিচল, ভাবনাগুলো আজ বিফল।
ভাঙলে ভাঙুক মনমহল,
যাক না গল্পটা হয়ে অসফল।
শুধু রইল এক চিলতে মিথ্যে হাসি,
আর রইল কিছু কান্না, যেন রাশি রাশি।
মিথ্যে স্বপ্ন, মিথ্যে খেলা,
ছিল কাব্যের মতোই স্বপ্নময়।