Moner Moto Lyrics – Dipaayan Banerjee – Archie’r Gallery

92
Moner Moto Lyrics

Moner Moto Song is sung by Dipaayan Banerjee from Archie’r Gallery Bengali Movie. Moner Moto Lyrics is written by Nilanjan Chakraborty and Music Music Composed by Aneek Dhar. Starring Bonny Sengupta And Ayoshi Talukdar.This song was released on Youtube Zee Music Bangla 28 Feb 2023.

Song Details:

  • Song: Moner Moto
  • Singer: Dipaayan Banerjee
  • Lyricist: Nilanjan Chakraborty
  • Music Composer: Aneek Dhar
  • Music Label: Zee Music Bangla
  • Movie: Archie’r Gallery

Moner Moto Lyrics in Bengali:

হঠাৎ এ মন, হাওয়ার মতন
চোখে ধুলোর আঁচড়ে,
ডানা বেঁধে মন হারাতে
তার চোখে ঘর দেখেছে।

হঠাৎ এ মন, হাওয়ার মতন
চোখে ধুলোর আদরে,
কোথায় যে তার বালির প্রাসাদ
ওই মনে ঘর বেঁধেছে।
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়,
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়।।

হঠাৎ আবার, চেনা হাওয়ার
চোখে এ চোখ থেমেছে,
মনের পরাগ লুকোনো থাক
মন ভরে দেখি তাকে।

হঠাৎ আবার, প্রিয় হাওয়ার
ছোঁয়ায় এ মন হেসেছে,
আস্কারাতে সব হারাতে
তার মনে ঘর বেঁধেছে।
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়,
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়।।

মেঘের সাজে, হাওয়ারা এসে
বেঁধে গেলো মনের ডামসারাজ,
হাসির ঠোঁটে, ইশারা ফোটে
তার কথা সব বলে যাক।

মেঘের কাছে, ধরা পড়েছে
মনে মনে লুকোনো আওয়াজ,
পলাশ চোখে পিছলে ডুবে
তার কাছে সব বলা থাক।
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়,
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়।।

হঠাৎ এ মন, হাওয়ায় জখম
আজ কেমন সে রোদ কুড়িয়ে,
রানীর পাড়ায় মুক্ত ছড়ায়
এই মনে ভাগ বসিয়ে।

হঠাৎ কখন নিজের মতন
অগোছালো রং উড়িয়ে,
সোহাগ লোকায় ওই খেলনা
এই মনে মন জড়িয়ে।
সে যে আমার মনের মতো
সে যে আমারই মনে হয়,
সে যে আমার মনের মতো
সে যে আমারই মনে হয়।।

Previous articleAay Bristi Lyrics – আয় বৃষ্টি – Shreya Ghoshal – Abhay – Manush
Next articleGhawr Bhange Lyrics – Meghatithi Banerjee