Neshay Dilo Thai Lyrics bengali song is sung by Gogon Sakib Lyric: Arman Alif.
Neshay Dilo Thai Song Details :
- Song : Neshay Dilo Thai
- Singer: Gogon Sakib
- Cast: Gogon Sakib
- Lyric: Arman Alif
- Tune: Arman Alif
Neshay Dilo Thai Lyrics In Bengali :
কথা জমতে জমতে এখন হইছি রে বোবা
খোদা আর সয়না প্রাণে কবে ডাক দিবা
কথা জমতে জমতে এখন হইছি রে বোবা
খোদা আর সয়না প্রাণে কবে ডাক দিবা
আমি যেনো আমার প্রতি স্বৈরাচারে মতো
অন্যের হইয়া নিজেরে দেই দুঃখ আছে যতো
তাই আজ কাল নেশায় দিলো ঠাই
এছাড়া বাইচা থাকার নাই রে উপায় নাই
তাই আজ কাল নেশায় দিলো ঠাই
এছাড়া বাইচা থাকার নাই রে উপায় নাই
জিবন টা হইছের আজ আয়না ঘরের মতো
কেউ নাই ভালোবাসার বায়না ধরার মতো
যারে মন খুইলা কইতাম মনের যতো কথা
সেই দিলো যতনো কইরা এই মনে ব্যাথা
আমি যেনো আমার প্রতি স্বৈরাচারে মতো
অন্যের হইয়া নিজেরে দেই দুঃখ আছে যতো
তাই আজ কাল নেশায় দিলো ঠাই
এছাড়া বাইচা থাকার নাই রে উপায় নাই
আমি নিজের আত্মা টা রে বোঝাইতে পারলে
বাচার জন্য লাগতো নারে দামি বোতল রে
জিবনের হিসাব গুলো মিলাইতে গিয়া
নিষেধ ভুইলা বসি আবার বোতল টা নিয়ে
আমি যেনো আমার প্রতি স্বৈরাচারে মতো
অন্যের হইয়া নিজেরে দেই দুঃখ আছে যতো
তাই আজ কাল নেশায় দিলো ঠাই
এছাড়া বাইচা থাকার নাই রে উপায় নাই