O Sundori Lyrics Bengali song – Item Song | Borbaad, Shakib Khan, Nusrat Jahan, Idhika, Pritom Hasan.
O Sundori Song Details :
- Borbaad Song: Shakib Khan & Nusrat Jahan
- Singer: Pritom Hasan
- Director : Mehedi Hasan
O Sundori Lyrics In Bengali :
ও সুন্দরী সুন্দরী সুন্দরী সুন্দরী
তুমি আমার মনের রাজ্যের রাজকুমারী
দেখছি আমি দেখছি তারে
অল টাইম আমি খুঁজছি যারে
যার হাসিতে দিলটা আমার উদায় কামে
পাল পারি চোখে চোখে লাড়া লাড়ি
ও সুন্দরী সুন্দরী সুন্দরী
তুমি আমার মনের রাজ্যের রাজকুমারী
হায় কলিজায় কামর মারে
আমগো মত জুটি বললে
আর হাওয়া পারে ও
ও সুন্দরী সুন্দরী সুন্দরী
তুমি আমার মনের রাজ্যেররাজকুমারী
হায় কলিজায় কামড় মারে
আমগো মত জুটি বল
কই জনে আর হওয়া পারে
ও সুন্দরী সুন্দরী সুন্দরী
তুমি আমার মনের রাজ্যের রাজকুমারী
নাম্বার তা বল বেবি তোর মিস কল,
সিনেমা টিকেট বুক করি
ও সুন্দরী সুন্দরী সুন্দরী
তুমি আমার মনের রাজ্যের রাজকুমারী
কোন হলে যাবি বল
লাভ মেরে যে সেটিং এ আমি
এখনো সিঙ্গেল খাড়ার উপরে
শাদী করুন দেখালি সিঙ্গেল
ফোন হলে যাবি বল
লাভ মেরিজের সেটিং এ আমি
এখনো সিঙ্গেল খাদার উপরে
শাদী করুন দেখালি সিঙ্গেল
ও সুন্দরী সুন্দরী সুন্দরী সুন্দরী
তুমি আমার মনের রাজ্যের রাজকুমারী