Obohela Lyrics bengali song is sung by Gogon Sakib Lyrics : Ashik mini Tune: Gogon Saki Label : Lionic Music: RaaZ HridoY
Obohela Song Details :
- Song: Obohela
- Lyrics: Ashik mini
- Tune: Gogon Saki
- Label: Lionic
Obohela Lyrics In Bengali :
যার ভেঙ্গেছে হৃদয়ের ঘর সেই তো বোঝে জ্বালা
তিলে তিলে পুড়ে শুধু সয়ে যায় একলা
যার ভেঙ্গেছে হৃদয়ের ঘর সেই তো বোঝে জ্বালা
তিলে তিলে পুড়ে শুধু সয়ে যায় একলা
আমারও তো ভাঙ্গছে হৃদয় তোর অবহেলায়
বোঝাতে পারি না কতো ব্যাথা কলিজায়
তিলে তিলে মরি শুধু তোরেই যন্ত্রণা
বোঝাতে পারি না কতো ব্যাথা কলিজায়
বোঝাতে পারি না কতো ব্যাথা কলিজায়
কি ভুল ছিলো বলনা আমায় তোরে ভালোবাইসা
জিবন আমার নষ্ট হইলো তোরে লাগিয়া
তুই যে ছিলি আমার বুকের মায়ার একটা পাখি
তোরে ছাড়া একলা আমি কেমনে বল রে থাকি
তোরে ছাড়া জিবন আমার বড় অসহায়
তিলে তিলে মরি শুধু তোরেই যন্ত্রণা
বোঝাতে পারি না কতো ব্যাথা কলিজায়
যার ভেঙ্গেছে হৃদয়ের ঘর সেই তো বোঝে জ্বালা
তিলে তিলে পুড়ে শুধু সয়ে যায় একলা
যার ভেঙ্গেছে হৃদয়ের ঘর সেই তো বোঝে জ্বালা
তিলে তিলে পুড়ে শুধু সয়ে যায় একলা
আমারও তো ভাঙ্গছে হৃদয় তোর অবহেলায়
বোঝাতে পারি না কতো ব্যাথা কলিজায়
তিলে তিলে মরি শুধু তোরেই যন্ত্রণা
বোঝাতে পারি না কতো ব্যাথা কলিজায়
বোঝাতে পারি না কতো ব্যাথা কলিজায়