Starring: Apurba And Mehazabien from Shukhe Dukhe Bangla Telefilm. Song Lyrics In bengali
written by Shomeswar Oli.
- Telefilm : Shukhe Dukhe
- Song : Onibarjo Karone
- Vocal, Music & Tune : Tahsin Ahmed
- Director : Mizanur Rahman Aryan
- Label : Cd Choice
Onibarjo Karone Lyrics In Bangla :
একাকী বিকেলে ছায়াদের মিছিলে,
অন্যরূপে তুমি তো আমারই ছিলে।
তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে,
ছেঁড়া পকেটের খুঁচরো মন খারাপে।
নামে বা বেনামে, এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই। (x2)
ফুল পাখি চাঁদ তাঁরা, জোছনা পাহাড়
আগের মতো কিছু নেই তো আর।
বদলে গেছে সবকিছুই নিমিষে আমার,
এ সবই যে তোমার উপহার।
নামে বা বেনামে, এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই। (x2)
একাকী বিকেলে ছায়াদের মিছিলে,
অন্যরূপে তুমি তো আমারই ছিলে।
তুমি ছিলে ঘুম জড়ানো আলাপে,
ছেঁড়া পকেটের খুঁচরো মন খারাপে।
নামে বা বেনামে, এই বুকের বামে,
ঠিকানা রয়েছে তোমারই।
অনিবার্য কারণে এখন তুমি আমারই,
অনিবার্য কারণে আমি তোমারই। (x2)