Porangon lyrics Bengali Song. Singer: Akash Mahmud & Dolon Akter Bristy Lyrics: Ashique Mahmud Composition & Music Arrangement: Akash Mahmud Cast: Akash Mahmud & Dolon Akter Bristy
Porangon Song Details :
- Song: Porangonj
- Singer: Akash Mahmud & Dolon Akter Bristy
- Lyrics: Ashique Mahmud
Porangonj Lyrics In Bengali :
বন্ধুরে আমারে করলি কি জাদু?
তোর মনের এক কোনে জায়গা দে শুধু
দেইখা তোর মনে আমার উঠলো প্রেমের ঝড়
পরানের গঞ্জে রে
তোরে লইয়া বান্ধুম প্রেমের ঘর
আমার এই মনটারে
যতনে রাইখো জনমভর
মনে মনে, রাইতে দিনে.
স্বয়নে স্বপনে, এ পরানে তুই .
আনচান করে, মনেরই ঘরে.
কেন রে দূরে, বুঝিনা কিছুই.
এই বুকেরই মধ্যে তুই অন্তরের অন্তর
আধারে আলোতে, তোরই মায়াতে.
মনে মিলে যেতে,দুচোখে স্বপন .
এতটা আপন, হইলারে কখন
করিলা চুরি, আমার এই মন.
পাইলে তোরে ভুলে যাই শত ভয় ডর