Special Thanks to Sadia Fahinaj, Borhan, Sajib das, Sajib biswas, Akib, Fahim, Moumita, Priyonti, Nayeem, Antora, Tonmoy Bhowmik and Afra Tabassum.
Bagdhara are:
- Vocals | Guitar: Kazi Zohad Yazdani
- Bass Guitar| G.M. Faruk Johny
- Drums | Percussions: Pantha Singha
- Directed By: SAKIBUL ALAM, KAZI ZOHAD YAZDANI
- Director of Photography: SAKIBUL ALAM
- Assistant Director: SADIA FAHNIJ, TONMOY BHOWMIK
- Editor: SAKIBUL ALAM
- Cast: Ashif Karim, Sumaiya Binta Islam Punam
Proticchobi Lyrics In Bangla
অন্ধকার আকাশে তোমার প্রতিচ্ছবি দেখি।
তুমি আমার স্বপ্নে ভেসে বেড়াও
অন্ধকারের আঁধারে,
তোমার নেশায় আমি মরে গেছি
তোমার ছবি আঁকা।
আলোর ভিড়ে তোমার ছবি আঁকা,
আলোর ভিড়ে তুমি হারিয়ে যাও
তোমাকে খোজা
তোমার নেশায় আমি মরে গেছি
তোমার ছবি আঁকা।
ভুল করে যদি কখনো মনে পড়ে
স্মৃতির পাতায় পাওয়া যায়
মেঘ যদি কখনো তোমাকে হারায়
বৃষ্টির শব্দ খুঁজে!
তুমি আমার স্বপ্নে ভেসে বেড়াও
অন্ধকারের আঁধারে,
তোমার নেশায় আমি মরে গেছি
তোমার ছবি আঁকা।