Suhashini Lyrics- Arfat Faisal-Prayangshu- Akashcari

160
Suhashini Lyrics

Suhashini Lyrics Bengali Song Is Sung by Arfat Faisal. Music Composed And Produced by Prayangshu. Valobashi Toke Suhashini Song Lyrics Are Written by Arfat Faisal And Prayangshu. Video Edited by Arfat Faisal.

  • Song Name : Suhashini
  • Singer : Arfat Faisal
  • Lyrics : Arfat Faisal And Prayangshu
  • Music Composer : Prayangshu
  • Tune And Arrangement : Prayangshu And Arfat Faisal
  • Additional Tune : Robiul Sadek Badhon
  • Edit : Arfat Faisal
  • Digital Partner : Symphonic Distribution
  • Label : Nemesis To Cruises Records

   Suhashini Lyrics In Bengali :

রোজ সকালে তোর মায়াবি ছবি
চোখে ভাসে তোর মিষ্টি হাসি,
বেলী গাঁথা তোর চুলের বেণী
মায়াপূর্ন তোর চোখের চাহনি।
রোজ সকালে তোর মায়াবি ছবি
চোখে ভাসে তোর মিষ্টি হাসি,
বেলী গাঁথা তোর চুলের বেণী
মায়াপূর্ন তোর চোখের চাহনি,
ভালোবাসি তোকে সুহাসিনী
ভালোবাসি  শুধু তোকেই,
ভালোবাসি তোকে সুহাসিনী
ভালোবাসি  শুধু তোকেই।
তোর জন্য এই ভালোবাসা অসীম
অসীম আমার এই লেখা গান,
প্রতিটি ছন্দে তোর রূপের আলোড়ন।
তোর জন্য এই ভালোবাসা অসীম
অসীম আমার এই লেখা গান,
প্রতিটি ছন্দে তোর রূপের আলোড়ন।
তাতেই হারিয়েছি, আমার এই প্রান,
তাতেই হারিয়েছি, আমার এই প্রান ..
সাদা কালো রঙের সাদামাটা ক্যানভাসে
এঁকেছি তোর রঙিন ছবি,
সেই ছবি খানা আজো ঝুলে আছে।
সাদা কালো রঙের সাদামাটা ক্যানভাসে
এঁকেছি তোর রঙিন ছবি,
সেই ছবি খানা আজো ঝুলে আছে,
আমার এই হৃদয়ের ক্যানভাসে
আমার এই হৃদয়ের ক্যানভাসে ..
রোজ সকালে তোর মায়াবি ছবি
চোখে ভাসে তোর মিষ্টি হাসি,
বেলী গাঁথা তোর চুলের বেণী
মায়াপূর্ন তোর চোখের চাহনি,
ভালোবাসি তোকে সুহাসিনী
ভালোবাসি  শুধু তোকেই,
ভালোবাসি তোকে সুহাসিনী
ভালোবাসি  শুধু তোকেই।
Previous articleTuije Ke Amar Lyrics- Avraal Sahir -Atiya Anisa
Next articleMoner Abdar Lyrics -Imran Mahmudul -Kona