Muhammad Milon Tomar Moto Ekta Tumi Lyrics-Muhammad Milon By bokkor - 23 Song : Tomar Moto Ekta Tumi Singer : Muhammad Milon Lyric : Shohag Waziulla Tune : Masud Ahmed Music : Rezwan Sheikh Cast : Muhammad Milon & Jannatul Ferdous Snigdha Edit & Color : Antor Hasan Director : Antor Hasan Label : Agniveena Tomar Moto Ekta Tumi Lyrics: তোমার মত একটা তুমি সবাই ত পায় না পেয়েছি তোমাকে আমি হারাতে চাই না তোমার মত একটা তুমি সবাই ত পায় না পেয়েছি তোমাকে আমি হারাতে চাই না তুমি আছো তাই, স্বপ্ন দেখে যাই তুমি আছো তাই, স্বপ্ন দেখে যাই মন তোমাকেই ভুলে না, ভুলে না তোমার মত একটা তুমি সবাই ত পায় না পেয়েছি তোমাকে আমি হারাতে চাই না তুমি এমন একজন হলে যাবো না, যাবো না তো ভুলে তুমি এমন একজন হলে যাবো না, যাবো না তো ভুলে থেকো বুকের বাক্সে তুমি, যেন ছোয়া যায় না থেকো বুকের বাক্সে তুমি, যেন ছোয়া যায় না ছোয়া যায় না। তোমার মত একটা তুমি সবাই ত পায় না পেয়েছি তোমাকে আমি হারাতে চাই না থাকলে তুমি আমারি পাশে আধারেও আলো যে হাসে থাকলে তুমি আমারি পাশে আধারেও আলো যে হাসে বাধবো তোমার ডালে, মিশে থাকবো দুজনা মিশে থাকবো দুজনা, দুজনা তোমার মত একটা তুমি সবাই ত পায় না পেয়েছি তোমাকে আমি হারাতে চাই না