Tumi Jantei Paro Naa Lyrics- Mahtim Shakib -Cheeni 2

177
Tumi Jantei Paro Naa Lyrics
Tumi Jantei Paro Na Lyrics Bengali Song Is Sung by Mahtim Shakib from Cheeni 2 Bengali Movie. Starring Madhumita Sarcar, Soumya Mukherjee, Aparajita Adhya And Others. Tumi Jantei Paro Na Lyrics In Bengali Written by Nilanjan Chakraborty. Cheeni 2 Bengali Movie Directed by Mainak Bhaumik. Music Composed by Mainak Mazoomdar. This Song Mixed and Mastered by Shiladitya Sarkar.
  • Song : Tumi Jantei Paro Na
  • Singer : Mahtim Shakib
  • Lyrics : Nilanjan Chakraborty
  • Music : Mainak Mazoomdar
  • Director : Mainak Bhaumik
  • Music Director : Mainak Mazoomdar
  • Shrikant Mohta And Mahendra Soni Present
  • Label : SVF

Tumi Jantei Paro Na Song Lyrics In Bengali :

তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙ্গেছি মন,
আমি নিজের বলতে তোমায় চেয়েছি।
তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন,
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি,
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালবেসেছি, ওও ..
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালবেসেছি।
তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙেছি মন,
আমি নিজের বলতে তোমায় চেয়েছি।
তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন,
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি।
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালোবেসেছি, হুম ..
তুমি জানতেই পারোনা তোমায়
কত ভালোবেসেছি।
তুমি শান্ত, তবুও কি চেয়েছি এ মন ভাঙতো
ভোর হবে ঠিকই রাত জানতো,
যতটুকু জড়িয়ে থাকা যায়।
ও ও.. তুমি হাসলে
নাকি ফের পেছন থেকে ডাকলে,
বরাবর দোটানাতে থাকলে,
কিভাবে আজীবন বাঁচা যায়।
তুমি অন্য ঘরেই থেকো
আমার নামে রাগ জমিয়ে রেখো,
আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি।
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালবেসেছি, হুম ..
তুমি জানতেই পারো না তোমায়
কত ভালবেসেছি।
Previous articleBasibo Valo Shudhu Tomare Lyrics-Imran Mahmudul-Kona
Next articleTumi Emni Emni Esho Lyrics