Tumi Amar Onek Shokher Lyrics

Song credit:
Song: Tumi Amar Onek Shokher
Singer: Arif Ur Rahman Jony
Lyrics & Tune: Arif Ur Rahman Jony
Music Director: Piran Khan
Guitar: Amrick Rick

তুমি আমার অনেক শখের লিরিক

কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক
তুমি আর শুধু তুমি ছাড়া
অন্য কিছু না বুঝুক!
কেউ তোমার কোলে
মাথা রেখে ভীষণ হাসুক!
তুমি একটু দূরে গেলে
লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক!
তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন,..
দেখনা আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন।
তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া,
এক প্রজাপতি নীল!
আমি রংধনু রঙে সাজিয়েছি
দেখো এক আকাশ স্বপ্নীল! (২ বার)
তুমি এসে উড়ে বেড়াও
আমায় ভীষণ ভালো লাগাও!
নদী পাড়ে নীল আকাশ
দক্ষিণা হাওয়ার সূর্য ডুবাও!
নিয়ে কেটে যায় আমাদের কত বিকাল
দূরে গেলে অভিমান,
চোখে জল এতো মায়া তোমার!
আমাকে বারে বারে জিজ্ঞাস করে
তুমি আসবে কি কাল?
এই টুকু চাওয়ার মায়ায় ডুবি সবশেষে
এইভাবে আমায় গড়ি
তোমার খুব অভ্যেসে।

তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া,
এক প্রজাপতি নীল!
আমি রংধনু রঙে সাজিয়েছি
দেখো এক আকাশ স্বপ্নীল! (২ বার)

তুমি হেসে উড়ে বেড়াও
আমায় ভীষণ ভালো লাগাও!
Previous articleKe Rakhe Amare Lyrics-Imran Mahmudul
Next articleTomar Majhe Amar Boshobash Lyrics – Suzon Ahmed
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.