Rupkothar Jogote Lyrics – (কোনো এক রুপকথার জগতে লিরিক্স) Rupkothar Jogote is a Bengali romantic song, Sung by Rehaan Rasul & Abanti Sithi and composed by Sajid Sarker and Lyrics penned by Shomeswar Oli. Rupkothar Jogote Song is from the movie Networker Baire Directed by Mizanur Rahman Aryan.
Rupkothar Jogote Song Credits :
- Song: Rupkothar Jogote
- Singer: Rehaan Rasul & Abanti Sithi
- Lyrics: Shomeswar Oli
- Composer: Sajid Sarkar
- Film: Networker Baire
- Label: Chorki
- Release Date: Aug 21, 2021
Rupkothar Jogote Lyrics (রুপকথার জগতে লিরিক্স) in Bangla
কিছু কথার পিঠে কথা
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা,
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয় ব্যাকুলতা।
আমায় ডেকো একা বিকেলে,
কখনো কোনো ব্যথা পেলে।
আমায় রেখো প্রিয় প্রহরে,
যখনই মন কেমন করে।
কোনো এক রূপকথার জগতে,
তুমি তো এসেছো আমারই হতে।
কোনো এক রূপকথার জগতে,
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।
কোথাও ফুটেছে ফুল,
কোথাও ঝরেছে তারা।
কোথাও কিছু নেই
তোমার আমার গল্প ছাড়া।
তুমি আমার স্বপ্নসারথি,
জীবনে তুমি সেরা সত্যি।
তুমি আমার স্বপ্নসারথি,
জীবনে তুমি সেরা সত্যি।
কোনো এক রূপকথার জগতে,
তুমি তো এসেছো আমারই হতে।
কোনো এক রূপকথার জগতে,
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।
সময় ফুরিয়ে যাক
প্রেমের কবিতা পড়ে,
ছড়াও কিছু সুখ
যখন তোমার ইচ্ছে করে।
তুমি আমার গল্প জোনাকি,
তোমারই আশায় আশায় থাকি।
তুমি আমার গল্প জোনাকি,
তোমারই আশায় আশায় থাকি।
কোনো এক রূপকথার জগতে,
তুমি তো এসেছো আমারই হতে।
কোনো এক রূপকথার জগতে,
তুমি চিরসাথী আমার জীবনের
এই পথে।