Aaj Dujonar Duti Poth Ogo Duti Dike Geche Benke Lyrics From Bengali Movie Harano Sur. This Song Sung By Hemanta Mukhopadhyay and Bangla Song Lyrics written by Gouriprasanna Majumder. Starring: Suchitra Sen And Uttam Kumar. This Movie Directed by Ajoy Kar from Alochhaya Productions.
- Movie Name: Harano Sur (1957)
- Vocal & Music: Hemanta Mukhopadhyay
- Lyrics: Gouriprasanna Majumder
- Directed by: Ajoy Kar
- Distributed by: Alochhaya Productions
Aaj Dujonar Duti Poth Lyrics :
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে (x2)
তোমার ওপথ আলোয় ভরানো জানি,
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে।
সেই শপথের মালা খুলে
আমারে গেছ যে ভুলে (x2)
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে।
আমার এ কুল ছাড়ি
তব বিশ্বরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি (x2)
আজ যতবার দীপ জ্বালি
আলো নয় তাই কালি
আজ যতবার দীপ জ্বালি
আলো নয় তাই কালি
এ বেদনা তবু সহি হাসি মুখে
নিজেরে লুকায়ে রেখে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে।