Aaj Krishnachurar Abir Niye Song Is Sung by Sandhya Mukherjee And Hemanta Mukherjee from Hangsa Mithun Bengali Movie. Starring: Shubhendu Chatterjee, Aparna Sen, Bikash Roy, Rabi Ghosh, Ruma Guha Thakurta And Others. Music Composed by Hemanta Mukhopadhyay And Aaj Krishnochurar Abir Niye Lyrics In Bengali Written by Pulak Banerjee.
- Song : Aaj Krishnachurar Aabir Niye
- Film : Hangsa-Mithun (1968)
- Singer : Hemanta Mukherjee and Sandhya Mukherjee
- Music Director: Hemanta Mukhopadhyay
- Lyricist: Pulak Banerjee
- Director : Partha Pratim Chowdhury
- Cinematography : Ramananda Sen Gupta
- Music Label : Saregama India Ltd
Aaj Krishnachurar Abir Niye Song Lyrics In Bengali :
আজ কৃষ্ণচূড়ার আবীর নিয়ে
আকাশ খেলে হোলি,
কেউ জানে না সে কোন কথা
মন কে আমি বলি। x2
মনের কথা মন যদি কয় মনে মনে
সেই কথার মায়া জড়ায় কেন নয়ন কোণে,
আহা কিছু শুনি কিছু ভাবি
নতুন পথে চলি,
কেউ জানে না সে কোন কথা
মন কে আমি বলি।
আজ কৃষ্ণচূড়ার আবীর নিয়ে
আকাশ খেলে হোলি,
কেউ জানে না সে কোন কথা
মন কে আমি বলি।।
এই সুর-বলাকা মেলে পাখা
আপন অনুরাগে,
এই সুর-বলাকা মেলে পাখা
আপন অনুরাগে,
কেন সে মানেনা সুদূর তাকে
ডাক দিয়েছে আগে।
কত যে ডাক ডেকেই চলে পায়না সাড়া
আহা দেখা পেয়েও কত দেখা দিশাহারা,
তবু নদীর চোখে সাগর আঁকে
সাধের জলাঞ্জলি,
কেউ জানে না সে কোন কথা
মন কে আমি বলি।
আজ কৃষ্ণচূড়ার আবীর নিয়ে
আকাশ খেলে হোলি,
কেউ জানে না সে কোন কথা
মন কে আমি বলি।।