Ami Tomay Bhalobashi Version 2 Song is sung by Rupam Islam. Music Arrangement by Sugata Roy Palodhi. Video Directed by Souvik B.
- Song Name : Ami Tomay Valobashi 2
- Lyrics, composition and vocals : Rupam Islam
- Arrangement, guitars, bass : Sugata Roy Palodhi
- Keyboards : Souvik Gupta (Savvy)
- Drums arrangement Supervision : Tanmoy Das
- Recording, mixing and mastering : Prasenjit Chakrabutty
- Music Video Co-ordination : Boomba, Arpan
- Video Concept & Direction : Souvik B
- Screenplay : Souvik B & Sourav Malakar
- Cast : Rupam Islam, Rup, Boomba, Sayantani, Aadil, Anne, Saptarshi, Ripon,
- Gourobmoy, Souvik, Sourav.
Aami Tomay Bhalobashi Version 1 Lyrics by Rupam islam
Aami Tomaay Bhalobashi 2 Lyrics In Bengali :
আমি তোমায় ভালোবাসি,
তুমি অনন্য উদাসী বলে
রাস্তা তোমায় হাঁটতে দেখে,
ঝলমলে মুখ তোলে ..
হোক না যতোই মেঘলা দুপুর,
তোমার জন্য সূর্য উপুড় করে।
কিরনের ভগ্নাংশ টুকু,
প্রতিফলন পাঠালো।
আচ্ছা তুমিই বা কি বলো,
তোমার হাসির অন্য মানে
ওরা করতে পারে জেনেও,
তুমি হেসেছো প্রাণ খোলা
এবার কতটা জল ঘোলা,
হলে তোমায় দেবে দোলা
নাকি ফাঁদ পাতা এই লীলা,
ছকের বিদ্রুপ প্রত্যাসে।
এই, আমি তোমায় ভালোবাসি,
যখন উকিল চিঠির আঘাত
কারুর ঠাঁয় দাঁড়ানো দেয়াল রাতে,
সাবধানি আওয়াজে ..
ভিড় বাড়াচ্ছে দেরাজে,
ব্যথার গন্ধ কাগজ ভাঁজে
আমার কাল মিশে যায় আজে,
আলস্য ভাঙে কাজে ..
আমি উঠে দাঁড়াই একা,
হবে তোমার পেটে ব্যথা
বাইরে কোন আজান শুনে,
ভেসে এলাম উজান গুনে .. (x2)
মিশন তোমায় ভালোবাসা,
তোমায় ভীষন ভালোবাসা
কারণ ছাড়াই ভালোবাসা,
বারণ তবু ফিরে আসা,
বলতে তোমায় ভালোবাসি,
আজও তোমায় ভালোবাসি
বলতে তোমায় ভালোবাসি,
আজও তোমায় ভালোবাসি ..
পবিত্র তোমায়, আর আমি তোমায়
আমি তোমায় ভালোবাসি ..