Aar Kichu Nei Harabar Lyrics

Aar kichu nei harabar

Aar Kichu Nei Harabar Lyrics from Korral Reef is a Rock/Alternative/Pop Rock Band from Kolkata, India.

  • Song – Aar Kichu Nei Harabar
  • Band – Korral Reef

Aar kichu nei harabar Lyrics

আমি পৃথিবীর মত বিশাল হতে চেয়েছি
শত আঘাতে দমে গেছে মনোবল
আমি আকাশ জুরে মেঘ হব ভেবেছি
ঝড়ো হাওয়ায় নড়ছে হাওয়া-কল।
আমি সাগরের মত গভীর হতে চেয়েছি
ডুবো পাহাড় ভেঙ্গে দিয়েছে মাস্তুল।
আমি হ্যালির ধুমকেতু হব ভেবেছি
মহাকাশে খুঁজবো দেশ-কুল
দূর আমাশের ধ্রুবতারা
হে পাথরের দেবতারা, মুখতুলে চাও।
আমি চির সর্বহারা
পথ হারিয়ে লক্ষ্য ছাড়া, রাস্তা দেখাও
এখানে স্যাতস্যাতে, গুমোট অন্ধকার
জীর্ণকায়, একলা ঘর, পুরানো গিটার
নেই বাতাস, নেই আলো, নেই উপায় বাচার
এ দেওয়াল জানে সব গল্প আমার…
আর কিছু নেই হারাবার
যা কিছু ছিলো আমার
কেড়েছে নিকষ আঁধার
আর কিছু নেই হারাবার
আমি জগতের মত মহৎ হতে চেয়েছি
মহা নিয়তি ভেঙ্গে দিয়েছে শপথ
আমি উল্কার মত উন্মাদ হব ভেবেছি
এক ছুটে পেরব ছায়াপথ
আমি নিয়তির মত নিঃস্ব হয়ে গিয়েছি
কোনো ওষুধে আর বাড়েনি প্রত্যয়
আমি জলের মত নির্মল হব ভেবেছি
শুধু চাইনি মিশে যেতে নর্দমায়
আমার মৃত – অতৃপ্ত ইচ্ছেরা
আমার ব্যার্থ হাজার কবিতারা, বদলা নেবে।
তুমি আমায় চিনবে সেদিন
তু্মি তৈরি থেকো যেদিন
সব হারাবে…
খুজনা, তখন আমার আর পাবেনা
এ ভগ্নপ্রায় পৃ্থিবী, আমার দেশ না
চার দেয়ালের এক কোনে আমার আস্তানা
কতদিন এ পথে সূর্য আসেনা…
আর কিছু নেই হারাবার
যা কিছু ছিলো আমার
কেড়েছে নিকষ আঁধার
আর কিছু নেই হারাবার
আর কিছু নেই হারাবার
যা কিছু ছিলো আমার
কেড়েছে নিকষ আঁধার
আর কিছু নেই হারাবার

Previous articleMukh Pheray Na Mon Lyrics
Next articleHariye Jabo Ekdin Ami Lyrics
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.