Adventure – Lyrics Rupam Islam ft. Various Artistes

  • Song Name: Adventure (অ্যাডভেঞ্চার)
  • Lyrics & composition: Rupam Islam
  • Arrangement, Guitar & Bass: Sugata Roy Palodhi
  • Keyboards: Savvy
  • Assistance in Drums Programming: Tanmoy Das
  • Recording, Mixing & Mastering: Prasenjit Chakrabutty
  • Music Video Team: Webaqoof, Timir Biswas, Anjan Paul,
  • Chandan Bhuin And Rupsha Dasgupta

    Adventure Song Lyrics In Bengali Music Video 2019. The song is sung by Koushik Chakraborty, Sayan Mitra, Timir Biswas, Tamal Kanti Halder, Ananya Bhattacharjee, Tushar Debnath, Kabir Chattopadhyay, Nilanjan Mandal, Suyasha Sengupta & Rupam Islam.

Adventure Lyrics :

দামাল ছেলে আমল পেলে শান্ত হবে
ভরসা রেখো পারলে শিখো ঝড়ের ভাষা
জীবন ধাঁধা নিয়ম বাঁধা সতর্কতা
না হয় একটু ভুলতে পারো ঘরের ভাষা। (x2)

রুটিন রোজই প্রস্তুতিতে বাঁধতে চাইছে
অষ্টপ্রহর শাসন ভাষণ, ক্লান্ত মনটা
এ সত্ত্বা সব দেহেই আছে, খুঁজলে পাবে
কান না দেওয়ায় ম্লান হয়ে যায় ছুটির ঘন্টা।

দিন থাকতেই টাটকা রোদের মর্ম বুঝে,
মর্ম বুঝে, মর্ম বুঝে, মর্ম বুঝে,
দাঁত থাকতেই মাংস খেয়ো কামড়ে চুষে
দেখছি হচ্ছ গয়ংগচ্ছ শেকড়বাগীশ,
শেকড়বাগীশ..
ব্যারাম ক্রমেই হারাম হচ্ছে আরাম পুষে,
আরাম পুষে..

তোমার যুবক মনকে তাতাও, সন্ধান হোক
সংসার আর অ্যাডভেঞ্চার, দুই রহস্য
ঘরের ভেতর দুদিক খোলা জানলা বসাও
অন্তত আজ উড়ব ভাবুক মাতৃপোষ্য।

আমার মতে স্বাধীনতাই ঘরে ফেরায়
সবার জন্য স্বেচ্ছাচারের প্রহর থাকে
বাউন্ডুলে ঘুম পেলে ঠিক ফিরবে ভোরে
প্রকৃতি রাত-জাগরণের হিসেব রাখে।

তোমার তো ছাই বিছানাতেও ঘুম আসে না
বরং ছদ্মবেশেই এখন বেরিয়ে পড়ো
রাতের অবুঝ অন্ধকারে ডুবিয়ে আলো
যাত্রাপথের অনন্যতা পরখ করো।

রাত থাকতেই টাটকা চাঁদের মর্ম বুঝে,
মর্ম বুঝে,
দাঁত থাকতেই মাংস খেও কামড়ে ছিঁড়ে
মস্তি নাচুক স্বস্তিবাচক ম্যুলারুজে
আসল অহং যাচাই হবে লোকের ভিড়ে,
লোকের ভিড়ে..

তোমার যুবক মনকে তাতাও, সন্ধান হোক
সংসার আর অ্যাডভেঞ্চার, দুই রহস্য
ঘরের ভেতর দুদিক খোলা জানলা বসাও
অন্তত আজ উড়ব ভাবুক মাতৃপোষ্য।

হে মনকে ঝাঁকাও, অ্যাগ্রেসিভলি বুঝিয়ে বলো
কদ্দিন আর সব্জিকুমার দুগ্ধপোষ্য?
দেওয়াল তোলায় এবং ভোলায় বিরাজ করুক
সংসার আর অ্যাডভেঞ্চার, সামঞ্জস্য,
সংসার আর অ্যাডভেঞ্চার, দুই রহস্য,
সংসার আর অ্যাডভেঞ্চার..

Previous articlePrem Tumi Lyrics – Angry Bird – Tahsan & Tisha
Next articleCHUYE DILE MON LYRICS – Tahsan & Shakila Saki
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.