Amar Chalaki Song Is Sung by Anupam Roy. Starring: Arjun Chakraborty And Madhumita Sarcar. Song Mixed and mastered by Debojit Sengupta.
- Song : Amar Chalaki
- Vocals, Lyrics & Composition : Anupam Roy
- Guitar : Rishabh Ray
- Keyboard and Backing Vocals : Nabarun Bose
- Bass : Kaustav Biswas
- Drums : Sandipan Parial
- Director : Sudipto Roy
- DoP : Adris Halder
- Concept : Riya Deb Roy
- Executive Producer : Soumalya Chatterjee
- Editor : Pabitra Jana
- AD / Sound Recordist : Deeptaroop Basu
- Produced By : Chilekotha Films
- Label : SVF Music
Amar Chalaki Song Lyrics In Bengali :
যদি তোমার কথা লিখি
তুমি শুনতে চাইবে কি?
তুমি ভাবো আমার চালাকি,
যদি তোমার কথা লিখি
তুমি শুনতে চাইবে কি?
তুমি ভাব আমার চালাকি।
পরিধির বাইরে আমি
হাঁটছি দেখো আমার সাহস,
এতো ভুল মানুষ করে
তবু যেন সব আমারি দোষ।
আমি কি এতই খারাপ মন্দ বাজে?
লাগবে না আমাকে কি কোনো কাজে?
লাগবে না আমাকে কি কোনো কাজে?
হুঁ.. হুঁ…
যদি তোমার জলে নামি
তুমি পুলিস ডাকবে কি?
এতো নয় আমার চালাকি,
যদি তোমার জলে নামি
তুমি পুলিস ডাকবে কি?
এতো নয় আমার চালাকি।
আলাপের দিন গুলোতে
দেখতে পেলেই সোনার মোহর,
বেরসিক পাচ্ছি এখন
যখন তখন তোমার খবর।
তাই কি ওই যে বাসের জানলা ধারে
রুমালে মুছলে দু’চোখ কান্না বাড়ে,
রুমালে মুছলে দু’চোখ কান্না বাড়ে।
হুঁ.. হুঁ…
তোমাকে কি দেখতে পারি ?
লালপাড় সাদা শাড়ি
আমার কি ইচ্ছে করে না?
পোড়া প্রেম হলুদ ধোঁয়া
আমি খুব ফালতু গোঁয়ার
কিছুতেই থামতে জানি না।
পরিধির বাইরে আমি
হাঁটছি দেখো আমার সাহস,
এতো ভুল মানুষ করে
তবু যেন সব আমারি দোষ।
শেষমেশ সেই তো আবার ডাকলে কাছে
আমাকে রাখলে গোপন পাতার ভাঁজে,
আমাকে রাখলে গোপন পাতার ভাঁজে।
হুঁ.. হুঁ…