Amar Dukkhogulo Anupam Roy And Iman Chakraborty from Drishtikone Bengali Movie. Starring: Prosenjit Chatterjee, Rituparna Sengupta, Churni Ganguly, Kaushik Sen, Kaushik Ganguly. Amar Dukkho Gulo Kachimer Moto Song Lyrics written by Anupam Roy.
- Movie : Drishtikone
- Singer : Anupam Roy
- Music & Lyrics : Anupam Roy
- Female Version : Iman Chakraborty
- Arranged and Programmed by : Shamik Chakraborty
- Cajon and percussion : Ratul Shankar
- Guitar : Rishabh Ray
- Flute : Sushanta Nandi
- Director: Kaushik Ganguly
- DOP : Gopi Bhagat
- Produced by : Surinder Films
Amar Dukkhogulo Song Lyrics In Bengali :
আমার দুঃখগুলো কাছিমের মতো,
আমার দুঃখগুলো কাছিমের মতো
গুটি গুটি পায়ে আর এগোতে পারে না।
আমার দুঃখগুলো কাছিমের মতো,
আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না।
আমার কষ্টগুলো ডালিমের মতো,
লালের জমাট কেউ ভাঙতে পারে না।।
শহরে বৃষ্টি নামে জল জমে রাস্তায়,
নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায়।
কাঁচের বয়ামে রাখা ভালোবাসা যতনে,
হঠাৎ শব্দ শোনে মহিরুহু পতনের।
তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান,
শুনে যাই।
আমার দুঃখগুলো ঝাপটায় ডানা,
আমার দুঃখগুলো ঝাপটায় ডানা,
সুনীল আকাশ তবু উড়তে পারে না।।
নিমেষে মিলিয়ে যায় পালতোলা দিন গুলো
ফাঁকা পথ টানি রথ সারাগায়ে স্মৃতি ধুলো,
একটা আঁচড়ে সব স্বপ্নেরা পিষে যায়
অমরত্বের দাবি সমূদ্রে মিশে যায়।
তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান
শুনে যাই।
আমার দুঃখগুলো কাছিমের মতো
গুটি গুটি পায়ে আর এগোতে পারে না।
আমার কষ্টগুলো ডালিমের মতো
লালের জমাট কেউ ভাঙতে পারে না।।