- Song Lyrics in bengali written by Shibnath Bandyopadhyay And Music composed by Rupankar Bagchi.
- Song: Ami Khola Janala
- Singer: Srikanto Acharya
- Music Composer: Rupankar Bagchi
- Lyrics: Shibnath Bandyopadhyay
- Music Label: SAGARIKA
Ami Khola Janala Lyrics In Bengali :
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ (x2)
উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে (x2)
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ।
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা (x2)
তুমি কাছে না থাকা খেয়ালী সুদুর
আমি বিরহী ইতিহাস।
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।