AMI LYRICS (আমি) Nemesis Band Song

101
AMI LYRICS

Ami Song Is Sung by Nemesis Bangla Band Song 2019. Storytelling and Illustration by Morshed Mishu. Animated by Ahmed Intisher Fardeen. Mixed & Mastered by Rakat Zami and Sultan Rafsan Khan.

  • Song : Ami
  • Band Name : Nemesis
  • Produced by : Nemesis
  • Co-Producer : Rakat Zami

  • Band Members :
  • Ratul : Bass and Vocals
  • Zohad : Vocals and Guitars
  • Dio : Drums
  • Zafir : Guitars
  • Rafsan : Guitars

Ami Lyrics In Bengali :

তোমার হাসি কেড়ে নেবো

আমার কান্না শোনে না

দুঃখ সব ভুলে যাবো

এটাই তোমার ধারণা

সময় হয়েছে প্রতিবাদের,

সময় হয়েছে জনতার

সময় হয়েছে পথে নেমে,

চেয়ে নেবো অধিকার

অভিমানপিছুটান নিয়ে

আমি অপেক্ষায়

অসহায় আছি আমি

নতুন দিন দেখবো আমি,

নতুন দিন দেখবো আমি

আমায় ধরে রেখেছো

সত্য আজ হারিয়ে,

যা চেয়েছো পেয়েছো

বিভ্রান্তের খেলা দেখিয়ে

ইয়ে ইয়ে ইয়ে ইয়ে….

অজ্ঞতা আর অহংকার,

মিলে মিশে একাকার

ফিরে আসে অভিমান,

পিছুটান নিয়ে আমি অপেক্ষায়

অসহায় আছি আমি

নতুন দিন দেখবো আমি,

নতুন দিন দেখবো আমি

দিনগুলোআঁধারে কালো,

তবুও রাঙিয়ে দেবো

অভিমানপিছুটান নিয়ে,

আমি অপেক্ষায়,

অসহায় আছি আমি

আর নয় নেই ভয়,

আর নয় নেই ভয়

নতুন দিন দেখবো আমি

আর নয় নেই ভয়,

অপেক্ষায়,

স্বপ্নময় আছি আমি

নতুন দিন দেখবো আমি

Previous articleAigiri Nandini Bengali Lyrics – Mahishasura Mardini
Next articleSaiyyan Lyrics – Kailash Kher