Ami Natun Kore Gorbo Thakur Lyrics bengali Nazrul Geeti sung by Piu Mukherjee. Featuring Ishani and Sabuj. Same song is sung by Manabendra Mukhopadhyay, Sipra Basu, Maahirii Bose, Mitali Banerjee and many various artists in their own way. Music composed by and Ami Natun Kore Gorbo Thakur Lyrics in bengali written by Kazi Nazrul Islam.
- Song : Ami Natun Kore Gorbo Thakur
- Singer : Piu Mukherjee
- Lyricist : Kazi Nazrul Islam
- Music Arrangement : Shourya Ghatak
- Mixing and Mastering : Siddheswar Banerjee
- Direction : Avik Sarkar
- Cinematography : Dipankar Das
- Edit : Sourodeep Chakravarty
- Project By : Pratima Dutta
- Music On : T-Series
Ami Natun Kore Gorbo Thakur Song Lyrics In Bengali :
আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে,
আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে,
দেবো হাতে বাঁশি, মুখে হাসি
হাতে বাঁশি, মুখে হাসি,
তার ডাগর চোখে কাজল টেনে
কষ্টি পাথর দে মা এনে,
আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে।
মথুরাতে আর যাবে না
মা যশোদায় কাঁদাবে না,
মথুরাতে আর যাবে না
মা যশোদায় কাঁদাবে না,
রইবে ব্রজগোপীর কেনা
রইবে ব্রজগোপীর কেনা,
চলবে রাধার আদেশ মেনে
কষ্টি পাথর দে মা এনে।
শ্রীচরণ তার গড়ব না মা
গড়লে চরণ পালিয়ে যাবে,
নাইবা শুনলে নূপুর-ধ্বনি
ঠাকুরকে তো কাছে পাবে।
চরণ পেলে দেশে দেশে
কুরুক্ষেত্র বাঁধাবে সে,
গন্ধমালা দিসনে এনে
গন্ধমালা দিসনে এনে,
ভক্ত ভ্রমর ফেলবে জেনে
কষ্টি পাথর দে মা এনে।
আমি নতুন করে গড়বো ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে,
দেবো হাতে বাঁশি, মুখে হাসি
হাতে বাঁশি, মুখে হাসি,
তার ডাগর চোখে কাজল টেনে
কষ্টি পাথর দে মা এনে,
আমি নতুন করে গড়ব ঠাকুর
কষ্টি পাথর দে মা এনে।