Apon Manush Beiman Holey Lyrics in Bengali sung by Baul Sukumar. Music composed by Rezwan Shiek. Apon Manush Beiman Holey Song Lyrics are written by Jashim Uddin Akash. Tune by SK Sanu.
Apon Manush Beiman Holey Song Details
- Song Title : Apon Manush Beiman Holey
- Singer : Baul Sukumar
- Lyricist : Jashim Uddin Akash
- Tune : SK Sanu
- Music : Rezwan Shiekh
- Voice Record : Zulqar Naim
- Dop : Sakil Ahmmed
- Direction : SK Sanu
- Distribution : P Tune Studio
- Produce By : Jashim Uddin Akash
- Label : BD29 Multimedia
Apon Manush Beiman Holey Lyrics in Bengali
আপন মানুষ বেইমান হলে
বলার মানুষ নাই,
কারে আমি বিশ্বাস করি নিঠুর দুনিয়ায়।
বিশ্বাসের ঘর ভাঙ্গে হায়রে
আপন মানুষেরায়,
দুখের কথা শুনলে মানুষ
আরো বেশি দুঃখ দিতে চায় রে
আরো বেশি দুঃখ দিতে চায়।
কেউ তো কারো আপন নয় রে
কেউ তো কারো আপন নয়,
মনের ঘরে জায়গা দিলে রে
আরো বেশি কষ্ট পেতে হয়।
নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইবা
তার ব্যাথাতে একদিন তুমি অনেক কান্দিবা,
মনের ঘরে তিলে তিলে সবই হয়রে ক্ষয়
দুঃখে যাদের জীবন গড়া
সুখ পাবে কোথায় ?
কে যে আপন কে যে পর বোঝা বড় দায়
বোঝা বড় দায়,
কেউ তো কারো আপন নয় রে
কেউ তো কারো আপন নয়,
মনের ঘরে জাইগা দিলে রে
আরো বেশি কষ্ট পেতে হয়।
যাদের সুখের লাগি তুমি ছাড়বা তোমর ঘর
তারাই তোমায় কান্দাইবোরে সারা জীবন ভর,
নিজের আদালতে তুমি পাইবা তোমার রায়
নিজের মানুষ আঘাত করে বুকের কলিজায়।
আপন মানুষ ভুলে থাকা অনেক কষ্ট দায়
অনেক কষ্ট দায় ..
কেউ তো কারো আপন নয়রে
কেউ তো কারো আপন নয়,
মনের ঘরে জাইগা দিলে
আরো বেশি কষ্ট পেতে হয়।
Apon Manush Beiman Holey Lyrics in English
FAQs for Apon Manush Beiman Holey