Asho Na Lyrics – Khalid – Polash

26

Ashoo Na lyrics Bengali song featuring Polash, Safa Kabir, Shifat, Ayesha, and Angshu! Released in 2025, this track is sure to touch your heart with its beautiful melody and heartfelt lyrics.

Ashoo Na Song Details :

  • Lyric: Robiul Islam Jibon
  • Rap: JD47
  • Male Singer : Shafat Shams
  • Female Singer: Ayesha Mousumi
  • Studio: Record Kori

Asho Na Lyrics In Bengali :

উড়িয়ে দিলাম হাসি
কুড়িয়ে নিলাম স্বপ্ন
এক ঝলক দেখার পরে
তোমাতে আমি মগন্ন
উড়িয়ে দিলাম হাসি
কুড়িয়ে নিলাম স্বপ্ন
এক ঝলক দেখার পরে
তোমাতে আমি মগন্ন
পড়েছি কোন জ্বালাতে
দুজনে চাই পালাতে
ডাকি যে ইশারাতে
দেখেও কি দেখো না
বুঝেও তুমি বোঝো না
আমাকে কেনো খোজ না
ছড়িয়ে আলো জোছনা
আসো না কাছে Fআসো না
বুঝেও তুমি বোঝো না
আমাকে কেনো খোজ না
ছড়িয়ে আলো জোছনা
আসো না কাছে আসো না
খেয়ালি পাখি আমি
যতনে রাখো ধরে
না পেলে আদর সোহাগ
আকাশে যাবো উড়ে
খেয়ালি পাখি আমি
যতনে রাখো ধরে
না পেলে আদর সোহাগ
আকাশে যাবো উড়ে
বুঝেও তুমি বোঝো না
আমাকে কেনো খোজ না
ছড়িয়ে আলো জোছনা
আসো না কাছে আসো না

Previous articleChand Mama Lyrics – Borbaad
Next articleJodi Alo Ashto Lyrics – Jongli