Baba Tomay Chara Lyrics bengali song is sung by Koushiki Sen & Krishnendu Lyrics Jongli Director: M Raahim Producer.
Baba Tomay Chara Song Details :
- Song- Baba Tomay Chara
- Singer – Koushiki Sen & Krishnendu
- Lyrics – Somnath Kar, Mehedi Hasan Moon
- Music – Avishek Saha
Baba Tomay Chara Lyrics In Bengali :
তুমি আমার আমার তুমি তুমি বাবা তুমি মা
তুমি আকাশ আমি পাখি মেলেছি আকাশে ডানা
বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সারা
আমি দিশেহারা বলো কে বাবা
তোমায় ছাড়া কেউ দেয় না সারা আমি দিশেহারা
তোর জন্য রোজ ভেঙ্গে যাক কাচের দেয়াল
তুই ছুয়ে থাক জুড়ে থাক আমার খেয়াল
লা লা লা লা লা লা লা লা লা
থাক ছুয়ে থাক হাতে হাত
তোমার বুকে ঘুমাবে রাত
থাক ছুয়ে থাক হাতে হাত
তোমার বুকে ঘুমাবে রাত
তুই আমার আমার তুই
তুই যে আর কারো না
আমার চোখে তারা যে তুই
তুই আলোর ঠিকানা
বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সারা
আমি দিশেহারা বলো কে