Bangla Amar Sorshe Ilish Lyrics Written by Giyasuddin And Sung by Lopamudra Mitra. This Bengali Song Music Composed by Kalyan Sen Barat.
- Song : Bangla Amar Sorshe Ilish
- Singer : Lopamudra Mitra
- Music : Kalyan Sen Barat
- Lyricist : Giyasuddin
- Label : Saregama Bengali
Bangla Amar Sorshe Ilish Lyrics In Bengali :
বাংলা আমার সর্ষে ইলিশ
চিংড়ি কচি লাউ,
বাংলা পারশে মাছকে ধুয়ে
জিরের বাটায় দাও।
বাংলা আমার সর্ষে ইলিশ
চিংড়ি কচি লাউ,
বাংলা পারশে মাছকে ধুয়ে
জিরের বাটায় দাও,
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে,
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে।
বাংলা কাতলা মাছের মুড়োয়
মুগের ভাজা ডাল,
বাংলা পাবদা মাছ চেরা
কাঁচা লঙ্কার ঝাল।
কেউ এলে আর দু’মুঠো চাল
দাও হাঁড়িতে দাও,
কেউ এলে আর দু’মুঠো চাল
দাও হাঁড়িতে দাও,
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে,
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে।
শীতের ভোরের বেওরা পুকুর
টুসু গানের সারি,
নতুন চালের ভাপা পিঠে
চাকলি আহামরি,
সরু চাকলি আহামরি।
বাংলা ঈদের লাড্ডু বানায়
আবছা ভোরে ওঠা,
বাংলা কিশোর ভাইয়ের মাথায়
ছোট্ট বোনের ফোঁটা।
বাংলা বলার সমস্ত মুখ
নাও গো সাথে নাও,
বাংলা বলার সমস্ত মুখ
নাও গো সাথে নাও,
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে,
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে।
বাংলা আমার সর্ষে ইলিশ
চিংড়ি কচি লাউ,
বাংলা পারশে মাছকে ধুয়ে
জিরের বাটায় দাও,
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে,
বাংলা ভুলি কি করে
বাংলা বুকের ভিতরে।
Bangla Amar Sorshe Ilish Lyrics In English :
Bangla amar shorshe ilish
Chingri kochi lau
Bangla parshe mach ke dhuye
Jirer batay dao
Bangla bhuli ki kore
Bangla buker bhitore
Bangla katla macher muroi
Muger vaja daal
Bangla pabda Mach chera
Kancha lonkar jhal
Keo ele ar du mutho chaal
Dao harite dao
Bangla vuli ki kore
Bangla buker vitore
Shiter bhorer beora pukur
Tusu gaaner sari
Notun chaler bhapa pithe
Chakli ahamori
Soru chakli ahamori
Bangla eid er laddu banay
Abcha bhore otha
Bangla kishor bhai er mathay
Chotto boner fota
Bangla bolar somosto mukh
Nao go sathe nao
FAQs for Bangla Amar Sorshe Ilish
Who is the singer of Bangla Amar Sorshe Ilish?
Bangla Amar Sorshe Ilish is sung by Lopamudra Mitra.
Who is the music director of Bangla Amar Sorshe Ilish?
Bangla Amar Sorshe Ilish is composed by Kalyan Sen Barat.
Who is the lyricist of Bangla Amar Sorshe Ilish?
Bangla Amar Sorshe Ilish is written by Giyasuddin.