- Album Name – Brishti Paye Paye
- Song Name – Batash Dake Na Ager Moto
- Singer – Subhamita Banerjee
- Music Label – Sagarika
বাতাস ডাকে না আগের মতো
আকাশ হাঁসে না আগের মত (x2)
পূর্ণিমা চাঁদ দেয় না আলো,
তারার চমক লাগে না ভালো
পূর্ণিমা চাঁদ দেয় না আলো,
তারার চমক লাগে না ভালো
ঘিরে আসে জমা অন্ধকার ..
বাতাস, ডাকে না আগের মতো
আকাশ হাঁসে না আগের মত।
ফেলে আশা সেদিন বহুদিনের পরে
বাজালো যে বিনা এ মনেরই ঘরে (x2)
পথে ভোলা সে গান,
আকাশে পেতে কান
পথে ভোলা সে গান,
আকাশে পেতে কান
শুনি মেঘের আড়ালে ঝংকার ..
বাতাস, ডাকে না আগের মতো
আকাশ হাসে না আগের মত।
ওই সবুজ সবুজ আমলকীর বনে
আলো ছায়া মাখা ওই নদীর কোনে (x2)
কেঁদে কেঁদে বাজে রাখালিয়া বাঁশি
কেদে কেদে বাজে রাখালিয়া বাঁশি
ভেসে আসে চেনা সুর তার ..
বাতাস, ডাকে না আগের মতো
আকাশ হাঁসে না আগের মত।
পূর্ণিমা চাঁদ দেয় না আলো,
তারার চমক লাগে না ভালো
পূর্ণিমা চাঁদ দেয় না আলো,
তারার চমক লাগে না ভালো
ঘিরে আসে জমা অন্ধকার ..
বাতাস, ডাকে না আগের মতো
আকাশ হাঁসে না আগের মত।