Bhalobasha Song Is Sung by Srikanto Acharya from Nadir Chabi Aanki Bengali Album, Published by Sagarika Music Pvt. Ltd. Bhalobasa Lyrics In Bengali Written by Arna Seal.
- Song Name : Bhalobasha
- Album Name : Nadir Chabi Aanki
- Vocal & Tune : Srikanto Acharya
- Lyricist : Arna Seal
- Published by : Sagarika Music Pvt. Ltd
- Label : Shemaroo Bengali Music
Bhalobasha Song Lyrics In Bengali :
এখনো পাতা ঝরার সময়
চোখে জাগে বিস্ময়, মুখে ভাষা,
ভাঙ্গাচোরা এই শহরের বুকে
ভেঙ্গে যাওয়া শরীরে
জেগে ওঠে ভালবাসা।
হাতের মুঠোয় একফালি চাঁদ
একলা দুপুরে পড়ে থাকা ছাদ এখনো,
ইটের পাঁজরে হঠাৎ সবুজ
আদুরে চোখের প্রশ্ন অবুজ এখনো।
যখন কাঁদে প্রাণ,
হয়ে ওঠে সেও গান, ভাসা ভাসা,
বোকা পাগলের স্বপ্ন মালায়
দোলা দেয় ভালোবাসা, ভালোবাসা..
শ্রান্ত মুখের ক্লান্ত মিছিল
খুঁজে পেতে চায় মুছে যাওয়া নীল এখনো,
কাগজের পাখি কাঁধে ফেরিওয়ালা
ফিরি করে যায় না ওড়ার জ্বালা এখনও।
কাটা-ছেঁড়া কবিতায় কিছু রং থেকে যায়
কিছু আশা,
তোমার আমার ধুলোমাখা ঘরে
বাসা বাঁধে ভালোবাসা, ভালোবাসা ..