Bhalobeshe Chole Jeyo Na Lyrics James

Bhalobeshe Chole Jeyo Na Lyrics (ভালোবেসে চলে যেও না) is a song sung by Noble Man. Bhalobeshe Chole Jeyo Na Bhalobeshe Chole Jete Nei Lyrics in Bengali is written by Lucky Akhand. Main singer of the song is James. Download Bhalobeshe Chole Jeyo Na mp3 song Lyrics in Bangla and English Font.

Bhalobeshe Chole Jeyo Na Lyrics by James :

  • Song : Bhalobeshe Chole Jeyo Na
  • Album : Bitrishna Jibone Amar
  • Singer : James
  • Lyrics & Tune : Lucky Akhand
  • Cover by : Noble Man

Bhalobeshe Chole Jeyo Na Song Lyrics In Bengali :

ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই,
পথ ছেড়ে যেতে পারো দূরে..
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে,
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই।
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই।।

সবুজের কাছে সমঝতা ছিঁড়ে এসেছিল ঝড়
শাখা প্রশাখার সাথে
ঝরে গেছে অবুঝ পাতা..
তবু শেকড়ের মায়া জালে
রয়ে গেছে সে রয়ে গেছে সে,
সূর্যের আদরে ব্যাথাগুলো,
সূর্যের আদরে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই।
ভালোবেসে চলে যেও না
ভালোবেসে চলে যেতে নেই।।

সেই বয়ে যাওয়া সাগরের
ঝরে যাওয়া সবুজের প্রেম ছুঁয়ে,
পাখিদের ডানায় ভেসে
ফিরে আসো, ফিরে আসো,
যেখানে তোমার আমি সেই।

ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই,
পথ ছেড়ে যেতে পারো দূরে..
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে,
জোছনার দীপালিতে ব্যাথা গুলো
জোছনার দীপালিতে ব্যাথা গুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই।
ভালোবেসে চলে যেওনা
ভালোবেসে চলে যেতে নেই।।

ভালোবেসে চলে যেওনা লিরিক্স – জেমস :

Valobeshe chole jeyo na
Valobeshe chole jete nei
Poth chere jete paro dure
Obhimane debe pari purota sagor
Dheuye Dheuye godhulite seo phire phire
Jochonar dipalite betha gulo
Muche geche aar jeno nei nei
Muche geche aar jeno betha nei
Valobeshe chole jeona
Bhalobeshe chole jete nei

Previous articleCafeteria Periye Lyrics – Shironamhin
Next articleEi Kache Ei Dure Lyrics Subhamita Banerjee
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.