Bhul Sobi Bhul Song Is Sung by Sujata Chakraborty from Atal Jaler Ahwan Bengali Movie. Music Composed by Hemanta Mukhopadhyay And Bhul Shobi Bhul Bengali SOng Lyrics written by Gouriprasanna Majumdar. Starring: Soumitra Chattopadhyay, Tandra Burman And Others.
- Song : Bhul Sobi Bhul
- Film : Atal Jaler Ahwan (1962)
- Singer : Sujata Chakraborty
- Music : Hemanta Mukhopadhyay
- Lyrics : Gouriprasanna Majumdar
- Directed by : Ajay Kar
Bhul Sobi Bhul Song Lyrics In Bengali :
ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায় যা লেখা,
সে ভুল.. ভুল সবই ভুল
এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা,
সে ভুল.. ভুল সবই ভুল।
প্রশ্ন করি নিজের কাছে কে আমি
কোথায় ছিলাম কোথায় যাবো এই আমি।
মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা,
সে ভুল.. ভুল সবই ভুল।
চলে গেলে ডাকবে না তো কেউ পিছু,
স্মৃতি আমার থাকবে না তো আর কিছু।
যদি ভাবি এই আমি আর নই একা,
সে ভুল.. ভুল সবই ভুল,
এই জীবনের পাতায় পাতায় যা লেখা,
সে ভুল.. ভুল সবই ভুল।