Bishaal Brishtira Song lyrics Is Sung by Rupam Islam And Rap Performed by Samik Roy Choudhury. Song Lyrics In Bengali Written by Rupam Islam And Rap Written by Samik.
Bishaal Brishtira Song Info
- Song : Bishal Brishtira
- Lyrics, Composition & Vocals: Rupam Islam
- Rap Written and Performed by: Samik Roy Choudhury
- Backing Vocals: Srijita Mitra
- Arrangement & All Instruments Played by: Sugata Roy Palodhi
- Recording, Mixing & Mastering : Prasenjit Chakrabutty
- Dance: Meethi
- Direction: Antaroop Chakraborty, Samik
- Cinematography: Samriddha Ganguly (Rupam Islam),
- Prosenjit Koley (Samik Roy Choudhury),
- Dona Gupta (Meethi)
- Video Editing: Antaroop Chakraborty
Aasman Nodi Kotha Song Lyrics In Bengali :
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও,
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও,
তটিনী চিনি চিনি
আপনভোলা তিনি,
আকাশের বাড়ি চিনে
পৌঁছাইয়া গেলো দিনে,
প্রেমে পড়িলো বুঝি পরাণ না মানিলো
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়।
সাজাও বাসর …
সাজাও বাসর বন্ধু ফুলেরও আঙিনায়
শিশিরের আলপনা দাও ঘাসেরও গালিচায়,
আকাশে জোছনা জ্বলে
তারারও মালিকা দোলে,
নদীরও বুকে লাজে
জলের ছলাৎ ছলাৎ,
ফিরোজা ওড়না তারে জড়াইয়া দিও
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়,
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়।
মিলন হইবে …
মিলন হইবে আজি কালবোশেখী’র রাতে
বকুলও ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে,
মিলন হইবে আজই কালবোশেখী’র রাতে
বকুলও ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে,
প্রেমিকা তন্বী নদী
বাঁকিয়া গেলো যদি,
আসমানও বাজ হানিয়া
গান শুনাইয়া দিলো,
দিগন্তে আকাশ আইস্যা নদীরে জড়াইলো
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও,
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়।