Biya Legeche Lyrics (বিয়া লেগেছে) is a song from Brahma Janen Gopon Kommoti Movie. It is sung by Lagnajita Chakraborty. The track is quite melodious and nice. The film is starring Ritabhari Chakraborty, Soham Majumdar, Soma Chakrabarty, etc. Download Biya Legeche mp3 song Lyrics (বিয়া লেগেছে) in Bangla.
Song Credits :
- Song: Biya Legeche
- Singer : Lagnajita Chakraborty
- Movie: Brahma Janen Gopon Kommoti
Biya Legeche Lyrics In Bengali :
সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কয়না নতুন বউ ।
সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কয়না নতুন বউ ।
লাজুক চোখে আবীর লেগেছে..
নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে,
গয়নাবতী বায়না সেজেছে
পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়
ও ছুঁরি তোর বিয়া লেগেছে ।
নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে,
গয়নাবতী বায়না সেজেছে
পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়
ও ছুঁরি তোর বিয়া লেগেছে ।
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে ।
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে ।
জরী বোনা বেনারসী শাড়ি
কাজল পড়া চোখের গহন আলো,
রাত পোহালেই পর হবে ঘর বাড়ী
কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো ।
জরী বোনা বেনারসী শাড়ি
কাজল পড়া চোখের গহন আলো,
রাত পোহালেই পর হবে ঘর বাড়ী
কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো ।
সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কওনা কেনো বউ ।
লাজুক চোখে আবীর লেগেছে..
পিতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পড়া পায়ে
পাগল পাড়া সানাই বেজেছে ।
পানের পাতায় চোখ ঢেকেছে
খবর গেলো গাঁয়ে… ও
ছুঁরি তোর বিয়া লেগেছে ।
পিতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পড়া পায়ে
পাগল পাড়া সানাই বেজেছে ।
পানের পাতায় চোখ ঢেকেছে
খবর গেলো গাঁয়ে… ও
ছুঁরি তোর বিয়া লেগেছে ।
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে ।
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে ।