Rupam Islam – Boi chor Lyrics Song.Boi Chor Song Is Sung by Rupam Islam. Boi Chor Lyrics Written by Rupam Islam.
Song Details:
- Song: বইচোর (Boi Chor)
- Lyrics-Composition-Vocal: Rupam Islam
- Music Production and Guitars: Amyt Datta
- Recording, Mixing & mastering: Prasenjit (Pom) Chakrabutty at Working Class Zero
- Featuring: Rupam Islam, Swastik Choudhury(as Book-Thief)
(Boi Chor) Lyrics By Rupam Islam:
শুধু এই বইটাই
পারে নিজেকে লুকোতে
এক পলকেই ব্যস
হয়ে যাবে এতটুক
তুই ছুঁবি বলে তাই
কাঁপে বইটার বুক
তবু বোকা বইচোর
হাত দিলি অন্যতে
পারে নিজেকে লুকোতে
এক পলকেই ব্যস
হয়ে যাবে এতটুক
তুই ছুঁবি বলে তাই
কাঁপে বইটার বুক
তবু বোকা বইচোর
হাত দিলি অন্যতে
যাব বইমেলাতেই
পকেটে পয়সা নেই
কাঁধে ঝোলাটা আছে
আর স্বপ্ন আছে
বাড়ে কাগজের দাম
ঝরে পাঠকের ঘাম
কেনা সাধ্যতে নেই
তবু চোখ বোলাতেই
পকেটে পয়সা নেই
কাঁধে ঝোলাটা আছে
আর স্বপ্ন আছে
বাড়ে কাগজের দাম
ঝরে পাঠকের ঘাম
কেনা সাধ্যতে নেই
তবু চোখ বোলাতেই
আর নতুন বাঁধাই
-এর গন্ধটা চাই
তবু মনে খচ্খচ্
কিছু আশার খরচ
ধুলো ধোঁয়ার দূষণ
তারই মাঝে গুঞ্জন
ওঠে মৃদু ধিক্কার
হাতেনাতে গ্রেপ্তার
-এর গন্ধটা চাই
তবু মনে খচ্খচ্
কিছু আশার খরচ
ধুলো ধোঁয়ার দূষণ
তারই মাঝে গুঞ্জন
ওঠে মৃদু ধিক্কার
হাতেনাতে গ্রেপ্তার
বইচোর
খোঁজে হুজুগে মানুষ
কোথায় কফি হাউস
চার কলেজী তরুণ
বলে একটু শুনুন
কেউ বা দয়া দেখায়
কেউ বা পাশ কাটায়
কেউ ছোট পত্রিকা
দেখে আঁৎকে পালায়
ঘোরে নকল পাঠক
আর আসল আটক
ভাবে মুক্তি কীসে
বসে গিল্ড আপিসে—
ওহে ও কলেজিকা
হয়ে বহ্নিশিখা
ভণ্ডামিতে আগুন দিয়ে,
দাও স্পেসিমেন ওকে
কোথায় কফি হাউস
চার কলেজী তরুণ
বলে একটু শুনুন
কেউ বা দয়া দেখায়
কেউ বা পাশ কাটায়
কেউ ছোট পত্রিকা
দেখে আঁৎকে পালায়
ঘোরে নকল পাঠক
আর আসল আটক
ভাবে মুক্তি কীসে
বসে গিল্ড আপিসে—
ওহে ও কলেজিকা
হয়ে বহ্নিশিখা
ভণ্ডামিতে আগুন দিয়ে,
দাও স্পেসিমেন ওকে
Boi Chor Lyrics In English:
Shudhu Ei Boitai
Pare Nijeke Lukote
Ek Polokei Bys
Hoye Jabe Etotuk
Tui Chobi Bole Tai
Kape Boitar Buk
Tobu Boka Boichor
Hat Dili Onnote….