Bojhena Se Bojhena Lyrics From Prem Amar Bengali Movie The Song Is Sung By Zubeen Garg Music Composed By Jeet Gannguli Starring: Soham Chakraborty And Payel Sarkar.
- Movie Name – Prem Amar (2009)
- Song – Bojhena Shey Bojhena (বোঝেনা সে বোঝে না)
- Singer – Zubeen Garg
- Music – Jeet Gannguli
- Direction – Raj Chakraborty
- Screenplay – Selvaraghavan
- Producer – Shree Venkatesh Films
Bojhena Se Bojhena Lyrics In Bengali:
বোঝেনা সে বোঝে না
সেতো আজও বোঝে না (x2)
কাদেঁ মনের কথা, প্রেম কি শুধু ব্যথা
উত্তর আজও মেলেনা,
মেলেনা, মেলেনা, মেলেনা…
বোঝেনা সে বোঝে না।
এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা,
চায় না শুনতে সে এ বুকের কান্না
আমি চোখের বালি, কি করে তাকে বলি
এ বুকে কি বেদনা। (x2)
বোঝেনা সে বোঝে না
সেতো আজও বোঝে না,
বোঝেনা সে বোঝে না,
সেতো আজও বোঝে না
কাদেঁ মনের কথা, প্রেম কি শুধু ব্যথা
উত্তর আজও মেলেনা,
মেলেনা, মেলেনা, মেলেনা…
বোঝেনা সে বোঝে না।
রু রু রু রু রু.. ও ও ..
পৃথিবী এক দিকে, একদিকে আমি
আজ আমার রক্তে মিশে গেছো তুমি
নাই বা হল দেখা, দেখব একা একা
স্বপ্নে নেই সীমানা। (x2)
বোঝেনা সে বোঝে না,
সেতো আজও বোঝে না (x2)
কাদেঁ মনের কথা, প্রেম কি শুধু ব্যথা
উত্তর আজও মেলেনা,
মেলেনা, মেলেনা, মেলেনা…
বোঝেনা সে বোঝে না।
ধুম তানা নানা.. ধুম তানা নানা..
না না না না না