Bondho Moner Duar Diyechi Khule Lyrics – Asha Bhosle

Bondho Moner Duar Diyechi Khule Song Is Sung by Asha Bhosle from Mohonar Dike Bengali Movie. Starring: Dipankar Dey and Aparna Sen. Music composed by And Bandha Moner Duar Diyechhi Khule Lyrics In Bengali Written by Swapan Chakraborty. Remake version Song Is sung by Mita Chatterjee.

  • Song : Bandha Moner Duar Diyechhi
  • Movie : Mohonar Dike (1983)
  • Singer : Asha Bhosle
  • Music & Lyrics : Swapan Chakraborty
  • Director : Biresh Chatterjee
  • Label : Saregama India Ltd

Bondho Moner Duar Diyechi Khule Song Lyrics In Bengali :

বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া,
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া,
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে।।

নাই বা রইলো কোনো আয়োজন
নেই তো কোনো কিছু প্রয়োজন,
নাই বা রইলো কোনো আয়োজন
নেই তো কোনো কিছু প্রয়োজন,
মনের মাধুরী মিশিয়ে দিয়েছি
পেয়েছি পরম পাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে।।

আসুক আঁধারের রাতি
জেলে দেবো প্রেমের বাতি,
আসুক আঁধারের রাতি
জেলে দেবো প্রেমের বাতি,
এইতো শুরু জীবন সাগরে
তরণী বেয়ে যাওয়া।

বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে
এসেছে ফাগুন হওয়া,
এখন সবই দেবার পালা
নেই তো কিছু চাওয়া।
বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে।।

Previous articleEkta Deshlai Kathi Jalao Lyrics – Asha Bhosle
Next articleChakrita Ami Pey Gechi Belo Suncho Lyrics – Anjan Dutta
Toriqul Islam Tusher
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.