Bondhu Jodi Hoitore Batash Lyrics (বন্ধু যদি) is by Saju Ahmed New. Bondhu Jodi Hoitore Batash Lyrics in Bengali is written by Durbin Shah. Download Bondhu Jodi mp3 song lyrics by Saju Ahmed in Bangla.
Song Details:
- Song : Bondhu Jodi (বন্ধু যদি)
- Singer : Saju Ahmed
- Lyric : Durbin Shah
- Tune : Saju Ahmed
- Music : Tofy Renar
- Language : Bangla
- Label : Agniveena
Bondhu Jodi Bangla Lyrics by Saju Ahmed :
বন্ধু যদি
বন্ধু যদি হইতোরে বাতাস
বন্ধু যদি
বন্ধু যদি হইতোরে বাতাস
সর্বদায় লাগিতো অঙ্গে
সর্বদায় লাগিতো অঙ্গে
পুরিতো মনের বিলাস
বন্ধু যদি
বন্ধু যদি হইতোরে বাতাস
হইতো যদি সোনা রুপা
বানাইতাম কনক চাঁপা গো
হইতো যদি সোনা রুপা
বানাইতাম কনক চাঁপা গো
কানে দিয়া সোনার গয়না
কানে দিয়া সোনার গয়না
সুখে থাকতাম বারো মাস
বন্ধু যদি
বন্ধু যদি হইতোরে বাতাস
হইতো যদি আধারাত্রি
আমি হইতাম মোমের বাতি গো,
হইতো যদি আধারাত্রি
আমি হইতাম মোমের বাতি গো
ধরিয়া উজ্জ্বল জ্যোতি,
ধরিয়া উজ্জ্বল জ্যোতি
আধাঁরে করতাম প্রকাশ
বন্ধু যদি
বন্ধু যদি হইতোরে বাতাস
বন্ধু যদি হইতো কবর
এ দূরবীন শাহ্ বান্ধিত ঘর গো
বন্ধু যদি হইতো কাফন,
বন্ধু যদি হইতো কাফন
আমি হইতাম মরা লাশ
বন্ধু যদি
বন্ধু যদি হইতোরে বাতাস
বন্ধু যদি
বন্ধু যদি হইতোরে বাতাস
সর্বদায় লাগিতো অঙ্গে
সর্বদায় লাগিতো অঙ্গে
পুরিতো মনের বিলাস
বন্ধু যদি
বন্ধু যদি হইতোরে বাতাস