Borbaad Lyrics Bengali Song Is Sung by Alif from Rajkumar Bengali Movie. Starring Shakib Khan And Courtney Coffey. Produced By Arshad Adnan, Owner of Versatile Media. This Song Programming by Shaker Reza. Music Composed by Prince Mahmud. Borbaad Lyrics In Bengali Written by Prince Mahmud. Rajkumar Bengali Film Directed by Himel Ashraf.
- Song : Borbaad
- Singer : Alif
- Music Director And Lyricist : Prince Mahmud
- Programming : Shaker Reza
- Director : Himel Ashraf
- Producer : Arshad Adnan
- Label : Versatile Media
Borbaad Song Lyrics In Bengali :
কার জন্য ভেতর মাঝে
ওলট-পালট লাগে,
কেন রে আদর আদর
বড্ড মায়া লাগে।
কার জন্য ভেতরটাতে
আকাশ পাহাড় আবেগ,
কার জন্য আনন্দটা
অভিমানী মেঘ।
কেন এ টান ও.. কেন এ গান
বোঝে না বোঝে না মন, কি চাচ্ছি,
ভালো বাসতে বাসতে,
ভালো বাসতে বাসতে,
বরবাদ হয়ে যাচ্ছি।
তার বুকে ভোরে কাটে দিন একাকার
কেবলি আমার সে, কেবলি আমার,
ভীষণ নিকট কাছে মনে পাচ্ছি
তার বুকে ভোরে কাটে দিন একাকার।
কেন এ টান ও.. কেন এ গান
বোঝে না বোঝে না মন, কি চাচ্ছি,
ভালো বাসতে বাসতে,
ভালো বাসতে বাসতে,
বরবাদ হয়ে যাচ্ছি।
কি হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জগতে কিছু টানে না,
কি হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জগতে কিছু টানে না।
বোঝে না বোঝে না মন, ব্যাথা পাচ্ছি
ভালো বাসতে বাসতে,
ভালো বাসতে বাসতে,
বরবাদ হয়ে যাচ্ছি।