Brishty Song Lyrics (বৃষ্টি) Avi Kimble – Shubho Shuvendu

34
Brishty Song Lyrics

Brishty Song Lyrics bengali song is sung by Avi Kimble and Shubho Shuvendu. Brishti Shuni Murchonari Dhwani Song Tune by Salman, Avi Kimble and Shubho Shuvendu. Music composed by and rainy day special bengali song Brishty Lyrics in bengali written by Avi Kimble.

  • Song : Brishty
  • Singer : Avi Kimble and Shubho Shuvendu
  • Composer and Lyricist : Avi Kimble
  • Guitar Compose : Shubho Shuvendu
  • Other instruments and Sound : Bibek
  • Edit and Color : Rakib
  • Visual Director : Lucy Tripti Gomes
  • Label : Agniveena

Brishty Song Lyrics In Bengali :

বৃষ্টি শুনি মুর্ছনারই ধ্বনি
আকাশটা অভিমানী তাই,
বৃষ্টি হয়ে ঝরতে চাই
চলো বৃষ্টি হয়ে যাই।

মনে মনে দেখি কারে আমি একি
বৃষ্টি ঝরে বরষা বাতাস জুড়ে,
মিশেছে বরষা মাটি তাই
বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই,
একটু বৃষ্টি হতে চাই।

বৃষ্টি দেখি সে এতো সুন্দর একি
তুমিও তাই দেখো নাকি?
আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যায়
আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যায়।

বৃষ্টি দেখি সে এতো সুন্দর একি
তুমিও তাই দেখো নাকি?
আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যায়।

মনে মনে দেখি কারে আমি একি
বৃষ্টি শুনি মুর্ছনারই ধ্বনি,
আকাশ টা অভিমানী তাই
বৃষ্টি বৃষ্টি শব্দ পাই,
একটু বৃষ্টি হতে চাই।

মনে মনে দেখি কারে আমি একি
বৃষ্টি ঝরে বরষা বাতাস জুড়ে,
মিশেছে বরষা মাটি তাই
বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই,
একটু বৃষ্টি হতে চাই।

বৃষ্টি দেখি সে এতো সুন্দর একি
তুমিও তাই দেখো নাকি?
আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যায়
আমি বৃষ্টি হয়ে যাই, বৃষ্টি আমি হয়ে যায়।

মনে মনে দেখি কারে আমি একি
বৃষ্টি শুনি সুরেরও প্রতিধ্বনি,
আকাশটা অভিমানী তাই
বৃষ্টি বৃষ্টি শব্দ পাই,
একটু বৃষ্টি হতে চাই।

মনে মনে দেখি কারে আমি একি
বৃষ্টি ঝরে বরষা বাতাস জুড়ে
মিশেছে বরষা মাটি তাই,
বৃষ্টি বৃষ্টি গন্ধ পাই
একটু বৃষ্টি হতে চাই,
মনে মনে দেখি কারে আমি একি।

Previous articleLaage Ura Dhura Lyrics (লাগে উরা ধুরা) Toofan – Pritom Hasan
Next articleAjogyo Ami Rock Version Lyrics (অযোগ্য আমি) Rupam Islam