Chaina Tomay Ami Ar Lyrics – By Shamiul Shezan

19

Chaina Tomay Ami Ar Lyrics bengali song Bay of Shamiul Shezan– The song ‘Chaina Tomay Ami Ar’ composed & lyrics by Shamiul Shezan

Chaina Tomay Ami Ar Song Details:

  • Song: Chaina Tomay Ami Ar
  • Composition: Shamiul Shezan
  • lyrics: Shamiul Shezan

Chaina Tomay Ami Ar Lyrics In Bengali :

না.. না….

দু হাত পেতে
ভালোবাসা চায়
অচেনা তোমার মন মাঝে
এ মন জুড়ে
শুধু তোকে চায়
বঝনি তুমি আমাকে

কেন আজও আছো দূরে
তোমায় আমার এ মন খোঁজে
একা এ রাত কাটে কতো
তোমায় ছাড়া

কভু কি আর মনে তোমার
আমায় ঘিরে কাদেনা আর
রাতের আঁধারের আলো বোঝে
ছলনা তোমার

চাই না তোমায় আমি আর
আমার এ মনে
চাই না তোমায় আমি আর
আমার এ বুকে
চাই না তোমায় আমি আর
আমার এ মনে
চাই না তোমায় আমি আর
আমার এ বুকে

ও….

সয়েছি কতো না বেথা
তবুও হলেনা আমার
মিথ্যে সেই মায়া ছিল তোমার
বঝেনা এ মন
অচেনা শহরে মিশে
ভুলেছ আমাকে
তবু চেয়েছি তোমাকে
বুঝেও হারালে আজীবন

বুঝেছ কি আমার এ মন
একা এ রাতের আঁধারে
শুধু তোমায় খোঁজে বলে
নিঃস্ব ক্লান্ত দিন শেষে
কেন দুরের আলো হয়ে
আমাকে আঁধার দেখালে
কি ছিল ভুল কেন আমায়
মিথ্যে মায়ায় মেশালে

কেন আজও আছো দূরে
তোমায় আমার এ মন খোঁজে
একা এ রাত কাটে কতো
তোমায় ছাড়া

কভু কি আর মনে তোমার
আমায় ঘিরে কাদেনা আর
রাতের আঁধারের আলো বোঝে
ছলনা তোমার

চাই না তোমায় আমি আর
আমার এ মনে
চাই না তোমায় আমি আর
আমার এ বুকে
চাই না তোমায় আমি আর
আমার এ মনে
চাই না তোমায় আমি আর
আমার এ বুকে

Previous articlePronoyini Lyrics – By Farshid Hasan , Siamul Ashraf Fashol
Next articleDurasha Lyrics – By Blue Touch