Chaya Lyrics (ছায়া) Blue Touch Band | Prosthan

Chaya Song Is Sung by Ahmed Zaki from Blue Touch Band Album Prosthan. Mixing And Mastering by Abid Ahmed Ivan. Video credit And Poster Design by Tashdid Bin Wahid. Chaya Lyrics In Bengali Written by Ahmed Zaki.

  • Song : Chaya 
  • Band Name : Blue Touch
  • Album Name : Prosthan
  • Vocal, Lyric & Tune : Ahmed Zaki 
  • Guitar : Shuvrojyoti Tanchangya & Alin Tahsan
  • Drums : Pranto Majumdar
  • Bass : Shorup Chokroborty
  • Band Manager : Shafin Sharkar
  • Label : Blue Touch Bangladesh

Chaya Song Video :

Chaya Song Lyrics In Bengali :

সংগত কারণে তোমায় আর আমি

ভালোবাসতে পারি নি,

তোমার প্রশ্নের প্রতি উত্তরে কিছু

লিখতে পারি নি।

সংগত কারণে তোমায় আর আমি

ভালোবাসতে পারি নি,

তোমার প্রশ্নের প্রতি উত্তরে কিছু

লিখতে পারি নি।

মেঘেরা যেমন কান্না ঝরায়

বৃষ্টির বাহানায়,

আমিও তেমন ঝরে পড়ি

তোমাকে পাওয়ার আশায়।

চাঁদ কিংবা তোমার আলো

আমার বড্ড লাগে চোখে,

মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি

তোমার আড়ালে।

চাঁদ কিংবা তোমার আলো

আমার বড্ড লাগে চোখে,

মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি

তোমার আড়ালে।

এই শহরের সব কবিতা

পাখি হয়ে উড়ে গেছে,

সব বিষাদ ভিড় করেছে

আমার উপন্যাসে।

তবুও আমি এই শহরে আজও

খুজে যাই তোমায়,

কান্না ভেজা এই দুচোখ আর

দেখাবো না তোমায়।

চাঁদ কিংবা তোমার আলো

আমার বড্ড লাগে চোখে,

মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি

তোমার আড়ালে।

চাঁদ কিংবা তোমার আলো

আমার বড্ড লাগে চোখে,

মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি

তোমার আড়ালে।

চাঁদ কিংবা তোমার আলো

আমার বড্ড লাগে চোখে,

মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি

তোমার ….

ছায়া লিরিক্স – ব্লু টাচ ব্যান্ড :

Songoto karone tomay aar ami

Valobashte parini

Tomar proshner proti uttore kichu

Likhte parini

Meghera jemon kanna jhoray

Brishtir bahanay

Amio temon jhore pori

Tomake paowar ashay

Chand kingba tomar aalo

Amar boddo laage chokhe

Mrittyur kofin amar mure diyechi

Tomar arale

Ei shohorer sob kobita

Pakhi hoye ure geche

Shob bishad bhir koreche

Amar uponnyash e

Tobuo ami ei shohore aajo

Khuje jai tomay

Kanna veja ei duchokh aar

Dekhabo na tomay

 

Tags:

Bangla Band,
Blue Touch Band

 

Previous articleBichar Lyrics Anupam Roy – (বিচার)
Next articleHoyto Konodin Lyrics – Keshab Dey | Reprise Version
Toriqul Islam Tusher is a entrepreneur. He'd always wanted to do something unique since he was a youth. Tusher started his career as a Bangladeshi lyricist & Story Writer.